ঢাকা (বিকাল ৪:০২) শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে ভূমিদস্যুদের ধরে পুলিশে দিলেন শিক্ষার্থীরা, মাটি ভর্তি ট্রাক্টর জব্দ

এস এম সাখাওয়াত এস এম সাখাওয়াত Clock বুধবার রাত ১১:৫৮, ১৫ জানুয়ারী, ২০২৫

গাড়িগুলো আটক করে তখন যেহেতু আমরা উপস্থিত ছিলাম না সেক্ষেত্রে আইন অনুযায়ী মোবাইল কোর্ট হওয়ারও সুযোগ নেই। তবে উভয় পক্ষ এসে দোষ স্বীকার করলে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া যেতে পারে।

 

স্থানীয় ভূক্তভোগীরা বলছেন, প্রকাশ্যে এসব ফসলি জমির মাটি কাটার কর্মযজ্ঞ চালাচ্ছে একশ্রেণির প্রভাবশালী মহল। তারা ফসলি জমির মাটি কেটে ভরাট করছে পুকুর, ডোবা-নালাসহ বিভিন্ন জলাশয়। এভাবেই তিন ফসলি জমির বুক চিরে ছুটে চলছে মাটি ভরাট করা ট্রাক্টর। শুধু শহর নয় বরেন্দ্র অঞ্চলের বিভিন্ন ফসলী জমিতে এখন চলছে মাটি কাটার মহোৎসব। তিন ফসলি কৃষি জমি পরিনত হচ্ছে পতিত ভূমিতে। এতে দিন দিন ফসলের উৎপাদন কমছে, বেকার হচ্ছে কৃষক, পরিবেশ হচ্ছে দূষিত। আর তাই প্রশাসনকে আরো কঠোর হয়ে অপরাধীদের আইনের আওতায় আনার দাবী তাদের।

 

প্রসঙ্গত: ১৯৮৯ সালের ইট পোড়াানো নিয়ন্ত্রণ আইন (সংশোধিত ২০০১) অনুযায়ী কৃষি জমির টপ সয়েল বা উপরিভাগের মাটি কেটে শ্রেণি পরিবর্তন করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এসব কাজে জড়িত ব্যক্তিদের দুই লক্ষ টাকার জরিমানা ও দুই বছরের কারাদন্ড দেয়ার বিধান রাখা হয়েছে। তবে পূনরায় কাজটি করলে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা জরিমানা আর ১০ বছরের কারাদন্ডের বিধান রয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT