ঢাকা (বিকাল ৪:০৫) শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক কর্মশালা

এস এম সাখাওয়াত এস এম সাখাওয়াত Clock বুধবার রাত ০৮:৪১, ১৫ জানুয়ারী, ২০২৫

নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরিকত্রীকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বুধবার (১৫ জানুয়ারী) দুপুরে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক।

 

এ সময় কর্মশালায় বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউল হক কমলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বালিয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান এবঙ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ব্র্যাকের জেলা সমন্বয়কারী মোমেনা খাতুন।

 

কর্মশালায় বক্তারা বলেন, ক্ষতিগ্রস্থ প্রবাস ফেরত ব্যক্তিরা বিভিন্নভাবে হেয় হয়। এমনকি আর্থিক ক্ষতির পাশাপাশি মানসিকভাবেও ক্ষতিগ্রস্থ হয় তারা। তাই তাদেরকে এই প্রকল্পের মাধ্যমে স্বাবলম্বী হতে ও দক্ষতা বৃদ্ধিতে কাজ করছে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম। এই প্রকল্পের অধীনে ক্ষতিগ্রস্থ বিদেশ ফেরত অভিবাসীদের মনোসামজিক কাউন্সেলিং, প্রয়োজনীয় রেফারেল সার্ভিস প্রদাণ, অর্থনৈতিক পুনরেকত্রীকরণসহ নিরাপদ অভিবাসনে সচেতনতা বৃদ্ধি করতে মাঠ পর্যায়ে কাজ করা হচ্ছে।

 

এ সময় অন্যান্যের মধ্যে মাইগ্রেশান প্রোগ্রামের সাইকোসোশ্যাল কাউন্সিলর ইফফাত আরা রাখি, সেক্টর স্পেশালিষ্ট ইকোনমিক রিইন্টিগ্রেশন মো. হুমায়ুন কবীর, প্রোগ্রাম অর্গানাইজার মো. মিজানুর রহমান, স্বেচ্ছাসেবক সারমিন আখতার, বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দসহ শিক্ষক, নাগরিক সমাজের প্রতিনিধি, বিদেশ ফেরত অভিবাসী ও তাদের পরিবারের সদস্যরা।

 

কর্মশালায় বিদেশ ফেরত অভিবাসী ও তাদের পরিবারের সদস্যরা তাদের বিভিন্ন ভোগান্তির তথ্য তুলে ধরেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT