ঢাকা (রাত ১১:৩৩) মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


চাঁপাইনবাবগঞ্জে আম গাছে উঠে এক কিশোরের মৃত্যু

এস এম সাখাওয়াত এস এম সাখাওয়াত Clock শুক্রবার সন্ধ্যা ০৭:২৩, ৮ নভেম্বর, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে আম গাছে উঠার পর এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের দক্ষিণ চাঁদপুর গ্রামে। শুক্রবার (৮ নভেম্বর) সকাল ১০টার দিকে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাবার এই দূর্ঘটনা ঘটে।

 

মৃত কিশোর জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের দক্ষিণপুর চাঁদপুর এলাকার আব্দুল করিমের ছেলে মারুফ হোসেন (১২)।

 

স্থানীয় এলাকাবাসী জানান, সকালে বাড়ি থেকে বের হয়ে এলাকার একটি আম বাগানে খড়ি বা লোকড়ি সংগ্রহে যায় কিশোর মারুফ। এরই এক পর্যায়ে মরা ডাল বা শুকনা খড়ি ভাংতে আম গাছে উঠে সে। কিন্তু বাগানের আম গাছের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি শিবগঞ্জ জোনাল অফিসের সরবরাহকৃত ১১ হাজার ভোল্টেজের তার খেয়াল করতে না পেরে লাইনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছের ওপরেই তার মৃত্যু হয়। এদিকে দুপুরে মারুফ বাড়ি না আসায় খোঁজ শুরু হলে এলাকার বাগানের আম গাছের মগ ডাল থেকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

 

এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, আম গাছের শুকনা খড়ি ভাংতে গিয়ে গাছের ওপরেই বিদ্যুৎস্পৃষ্টে কিশোর মারুফের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ ফেরত দেয়া হয়েছে।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT