ঢাকা (বিকাল ৩:৫৬) বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৩১ টি চোরাই মোবাইল উদ্ধার

এস এম সাখাওয়াত এস এম সাখাওয়াত Clock শুক্রবার রাত ১১:৪৮, ২০ ডিসেম্বর, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্ত এলাকায় ৩১ টি চোরাই মোবাইল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে সীমান্তে পরিচালিত এক অভিযানে মোবাইলগুলো উদ্ধার করে ৫৯ বিজিবি।

 

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার সকাল সোয়া ৯টায় ব্যাটালিয়নের তেলকুপি বিওপির নায়েক মো. শাখাওয়াত হোসেনের নেতৃত্বে একটি চৌকষ টহল দল সীমান্ত মেইন পিলার ১৮০ হতে ৩ শত গজ বাংলাদেশের অভ্যন্তরে জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় টহল দল মালিকবিহীন ৩১ টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়।

 

চোরাই মোবাইল ফোনগুলো কাষ্টমস এ জমা দেয়া হয়েছে বলে জানান অধিনায়ক।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT