অপহরণের ৩ মাস পর মূল আসামীসহ ভিকটিম উদ্ধার করলো মেঘনা থানা পুলিশ

মেঘনা নিউজ ডেস্ক
মঙ্গলবার ১২:৩৬, ২ অক্টোবর, ২০১৮
আজ সোমবার ১ অক্টোবর বেলা সাড়ে ৩ টার দিকে মেঘনা থানার এস.আই বলাই চন্দ্র দেবনাথ সোনারগাঁও থানা এলাকা হতে অপহরণকারীকে আটক করে ভিক্টিমকে উদ্ধার করেন। মেঘনা থানার মামলা নং- ৯ তাং ১৭/০৯/১৮ ধারা-নারী ও শিশুনির্যাতন দমন আইনের ৭/৩০।

আটককৃত আসামী সেকান্দর (বামে)
সূত্র জানায় মামলার মূল আসামী সেকান্দর সোনারচর গ্রামের মন্টু মিয়ার ছেলে গত ২৪ জুন ২০১৮ ইং তারিখে একই গ্রামের রফিকুল ইসলামের মেয়ে লামিয়া আক্তারকে অপহরণ করে আআত্মগোপন করে। পরে ভিকটিম এর বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে কুমিল্লা আদালতে নাঃ শিঃ নিঃ দমন আইনে মামলা করে। এবিষয়ে এস.আই বলাই চন্দ্র দেবনাথ বলেন আমরা আদালতের আদেশ পাওয়া মাত্র আমাদের র্সোসদের একটিভ করে দেই। এরই ধারাবাহীকতায় আজ ১ অক্টোবর সোমবার গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানা এলাকা থেকে মূল আসামীসহ ভিকটিমকে উদ্ধার করি।