লোহাগড়ার নোয়াগ্রামে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
ইকবাল হাসান সোমবার সকাল ১১:৫০, ২০ জানুয়ারী, ২০২৫
নড়াইলের লোহাগড়া উপজেলার ৪নং নোয়াগ্রাম ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে কৃষকদল নোয়াগ্রাম ইউনিয়ন শাখার সভাপতি মোঃ নজরুল ইসলাম মোল্যার সভাপতিত্বে সত্রহাজারী এল,এস,জে,এন ইউনিয়ন ইনস্টিটিউশন স্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা বিএনপি সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম,
প্রধান বক্তা ছিলেন জেলা কৃষকদলের সদস্য সচিব সাবেক ছাত্রনেতা মোঃ এনামুল কবির চন্দন।
সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা মোঃ টিপু সুলতান, লোহাগড়া উপজেলা কৃষক দলের সদস্য সচিব মেজবাহ উদ্দিন পারভেজ, সালেহা বেগম,আকিদুল ইসলাম দুলু,রাজু আহমেদ,মোঃ মশিয়ার রহমান, মোল্যা তানভীর রহমান, মোঃ মকবুল হোসেন, মোঃ মিজানুর রহমান মিজান, লোহাগড়া পৌর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ইকবাল হাসান শিমুল প্রমুখ।
লোহাগড়া উপজেলা কৃষক দলের সদস্য সচিব মেজবাহ উদ্দিন পারভেজ জানান, বাংলাদেশে সংখ্যাগোরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংঘটিত করবার লক্ষে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।