লোহাগড়া বাজার বণিক সমবায় সমিতির নবনির্বাচিত কমিটির আলোচনা অনুষ্ঠিত
ইকবাল হাসান রবিবার রাত ০৯:০৪, ১২ জানুয়ারী, ২০২৫
নড়াইলের লোহাগড়া উপজেলার ঐতিহ্যবাহী লোহাগড়া বাজার বণিক সমবায় সমিতি লিঃ এর নব-নির্বাচিত কমিটির প্রথম আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(১২ জানুয়ারি) দুপুর ৩টার দিকে লোহাগড়া বাজারের সমিতি চত্বরে নির্বাচিত সভাপতি মোঃ এবাদত শিকদারের সভাপতিত্বে সমিতির এ প্রথমসভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বাধীক সদস্যদের সম্মতিতে ১নং যুগ্মসাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ রাজু আহম্মেদ বাপ্পীকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব প্রদান করা হয়। সভায় বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক মাজহারুল শুভ্র, কোষাধ্যক্ষ মোঃ আহসানুল হোসেন কবীর প্রিন্স প্রমুখ।
সভায় সভাপতি জানান, সাধারণ সম্পাদক পদ নিয়ে জটিলতা থাকায় ১নং যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ রাজু আহম্মেদ বাপ্পী কে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব প্রদান করা হয়েছে। তিনি আরো বলেন, বাজারের ব্যবসায়ীরা মূল্যবান ভোটে আমাদের বিজয়ী করেছেন। ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে নিরপেক্ষভাবে কাজ করবো। ব্যবসায়ী ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের সহযোগিতা আশা করছি।
পরে বণিক সমিতির নির্বাচিত নেতৃবৃন্দ লোহাগড়া উপজেলা সমবায় অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে প্রথমসভার রেজুলেশন কপি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। উপজেলা সমবায় অফিসার আব্দুর রহমান জানান, লোহাগড়া বাজার বণিক সমবায় সমিতি লিঃ সমবায় অফিসের রেজিষ্ট্রেশনপ্রাপ্ত সমিতি। আমি আহবায়কের দায়িত্বে ছিলাম। সরকারি নির্দেশনা মেনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তেমনি ফলাফলও ঘোষণা করা হয়েছে। সমিতির প্রথমসভার রেজুলেশন কপি হাতে পেয়েছি। বিকালে বণিক সমিতির নেতৃবৃন্দ সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।