ঢাকা (রাত ১২:৩১) শুক্রবার, ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে আহত ও শহিদদের স্মরণে লোহাগড়ায় স্মরণসভা অনুষ্ঠিত Meghna News দাউদকান্দিতে দুই ইউনিয়ন জামায়াতে ইসলামী আমীরের শপথ গ্রহণ Meghna News সুশিক্ষিতরাই জাতিকে আঁধার থেকে আলোর পথে নিয়ে যায় : আব্দুস সাত্তার Meghna News গৌরীপুরে তিনটি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ Meghna News চাঁপাইনবাবগঞ্জে সাবেক বিডিআর সদস্যদের মানববন্ধনে কারামুক্তি ও চাকুরি প্রাপ্তির দাবী Meghna News গৌরীপুরে অগ্নিকান্ডে অবৈধ তেলের গোডাউনসহ বাসাবাড়ি-দোকানপাট ভস্মিভূত Meghna News চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে গৌরীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Meghna News আইনজীবী সাইফুলের জানাজায় মানুষের ঢল, যা বললেন আজহারী Meghna News ‘সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে পার্শ্ববর্তী দেশ’ Meghna News ইসকন জ-ঙ্গিদের হাতে আইনজীবী সাইফুল খুন : সন্তানসম্ভবা স্ত্রীর চোখেমুখে ঘোর অমানিশা

নাচোলের সাত্তার বিশ্বাসের জামাতার চিকিৎসায় এগিয়ে আসুন

অন্যান্য ২১০৩৩ বার পঠিত

রাসেল মুরাদ রাসেল মুরাদ Clock সোমবার দুপুর ০৩:২২, ২৬ জুলাই, ২০২১

নাচোলের থানাপাড়া নিবাসী মোহাম্মদ সাত্তার বিশ্বাসের ছোট জামাতা, সাবিনার ইয়াসমিনের স্বামী, শাকিল আক্তার প্রায় ছয়(৬) বছরের অধিক সময় ধরে কিডনি জটিলতায় ভুগছেন। ডাক্তার নূরে আলমের তত্বাবধানে থাকা শাকিল আক্তার হঠাৎ করোনা পজিটিভ শনাক্ত হন। এমতাবস্থায় তার শারীরিক অবস্থার দ্রুত আশংকাজনক অবনতি ঘটে।

বর্তমানে তিনি ডায়ালাইসিস এর জন্য রাজশাহী পপুলার ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় আছেন। ডাক্তারের ভাষ্যমতে, বর্তমানে তার দুটি কিডনিই বিকল এবং অন্যদিকে করোনা। তার অবস্থার উন্নতিতে নতুন কিডনি প্রতিস্থাপন একান্তই জরুরী হয়ে পড়েছে। যার জন্য প্রয়োজন কমপক্ষে ২০ থেকে ২৫ লক্ষ টাকা।দীর্ঘদিন যাবত তার চিকিৎসায় এই পর্যন্ত আনুমানিক খরচ হয়েছে প্রায় ২০ লক্ষাধিক টাকা। কিডনি প্রতিস্থাপনের জন্য বর্তমানে আরও এত বড় অংকের টাকা যোগাড় করা তার পরিবারের জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

সাবিনার একমাত্র মেয়ে ফাইজা আক্তার সুরমা জানান, ”আমি সুরমা। বর্তমানে রাজশাহী সিটি কলেজে অধ্যায়নরত আছি। আমার বাবা গত ৬ বছর যাবৎ কিডনি জটিলতায় ভুগছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আমার বাবা। তার চিকিৎসার জন্য যে  বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন, তার ব্যয়ভার বহন করা আমার পরিবারের পক্ষে এখন প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। জরুরী ভিত্তিতে কিডনি প্রতিস্থাপন সম্ভব না হলে ক্রমেই তার করুণ পরিণতির সাক্ষী হতে হবে আমাকে। সন্তান হিসেবে চোখের সামনে এই অপারগতার যন্ত্রণা বর্ণনাতীত। তাই আমার বাবার চিকিৎসায় পরিচিত-অপরিচিত সকলকে অনুগ্রহ করে এগিয়ে আসার আকুল আবেদন জানাচ্ছি”।

টাকার অঙ্কটা বড় হলেও সবার অল্প অল্প সহযোগিতাই পারে একটি পরিবারকে বাঁচিয়ে দিতে। আসুন প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসি। ইনশাআল্লাহ ফাইজার বাবাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে নিয়ে আসি তার মেয়ের কাছে। সাবিনার কাছে ফিরিয়ে দিই তার জীবনের অমূল্য উপহার। নিশ্চিত করি পরিবারটির সুন্দর ভবিষ্যৎ।

 

আর্থিক সহযোগিতা পাঠানোর ঠিকানা

ব্যাংক একাউন্টঃ-

শাকিল আকতার, সঞ্চয়ী হিসাব নং:4622701008953, ক্যান্টনমেন্ট  ব্রাঞ্চ, সোনালি ব্যাংক,  রাজশাহী।

ফাইজাঃ-

বিকাশ নম্বর: 01717182412

নগদ: 01717182412




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT