উলিপুরে বালু উত্তোলনের অভিযোগে ২টি ড্রেজার মেশিন জব্দ
সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম রবিবার রাত ০৯:৪১, ৪ জুলাই, ২০২১
কুড়িগ্রামের উলিপুরে ভূগর্ভস্থ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুইটি ড্রেজার (স্যালো) মেশিন জব্দ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, রবিবার (৪ জুলাই) বিকেলে উপজেলার ধামশ্রেণী কাশিয়াগাড়ি এলাকায়।
জানা গেছে, ওই এলাকার মৃত একাব্বর আলীর পুত্র মমিনুল ইসলাম দীর্ঘদিন থেকে বাড়ি সংলগ্ন পুকুর থেকে বালু উত্তোলন করে জমি ভরাট করে আসছিল। অবৈধভাবে ভূগর্ভস্থ থেকে বালু উত্তোলনের কারণে এলাকার ঘরবাড়িসহ ফসলি জমি হুমকির মুখে পড়ায় এলাকাবাসী সহকারী কমিশনার (ভূমি) বরাবর অভিযোগ করেন।
রবিবার বিকেলে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম রাসেল ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মমিনুল ইসলামের দুইটি ড্রেজার (স্যালো) মেশিন জব্দ করেন।
এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।