ঢাকা (বিকাল ৫:১৩) বৃহস্পতিবার, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

২৩ মে খুলছে পাবলিক বিশ্ববিদ্যালয়

শিক্ষাঙ্গন ২২৪৯ বার পঠিত

ডেক্স রিপোর্ট ডেক্স রিপোর্ট Clock বৃহস্পতিবার রাত ০২:২০, ৬ মে, ২০২১

সরকারি আগের সিদ্ধান্তের সঙ্গে মিল রেখে আগামী ১৭ মে পাবলিক বিশ্ববিদ্যালয়ের হল খুলে দেওয়া হবে এবং ২৩ মে বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস শুরু হবে বলে জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটিস অব বাংলাদেশ (এইউবি)।

বুধবার (৫মে) এক ভার্চুয়াল বৈঠকের পর পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সংগঠনটি এ তথ্য জানায়।

এইউবির সভাপতি এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক মো. রফিকুল আলম বৈঠকে সভাপতিত্ব করেন।

তিনি বলেন,“সরকার যেহেতু আগের সিদ্ধান্ত পরিবর্তনের কোনো ঘোষণা দেয়নি, তাই আমরা নির্ধারিত সময়ে হল এবং ক্যাম্পাস খোলার প্রস্তুতি নিচ্ছি।”

যদিও এর আগে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছিলেন,পাবলিক বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দেওয়ার আগে শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারী-কর্মকর্তাদের টিকা দেওয়া হবে।

বৈঠকে উপাচার্যরা সমন্বিত ভর্তি পরীক্ষার বিষয়েও আলোচনা করেন।

তবে, ভর্তি পরীক্ষা নিতে এখনো দেরি হবে বলে জানিয়েছেন রফিকুল আলম। তিনি বলেন, ভর্তি পরীক্ষার জন্য প্রশ্নপত্র তৈরি এবং প্রিন্ট করতে হবে। এসব ১৯ জুনের আগে শেষ করা সম্ভব না। তাই এ বিষয়ে ঈদের পরে সিদ্ধান্ত নেওয়া হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT