ঢাকা (বিকাল ৩:৪৩) শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত



সৌদি আরবের আবহায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আলম (৪৫) নামে এক বাংলাদেশি। ১১ অক্টোবর সৌদি আরবের স্থানীয় সময় বিকাল ৪টায় মাখাইল আল বিরিক নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

মোহাম্মদ আলমের (৪৫) বাড়ি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের ভূমিরখীল গ্রামে। তার বাবার নাম আলী আহমেদ বলে জানা গেছে।

মাখাইল থেকে মোহাম্মদ মহিউদ্দিন নামে অপর এক প্রবাসী জানান, আলম আবহার মাহেল সানাইয়া এলাকায় অ্যালুমিনিয়ামের কাজ করতেন। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টায় আল বিরিক নামক স্থানে এক সৌদি নাগরিকের ঘরের পরিমাপ করতে গিয়েছিলেন তিনি। বিকালে ফেরার পথে তাকে বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। তার লাশ উদ্ধার করে সেখানের স্থানীয় হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।

২০০৮ সালে প্রবাসে আসেন আলম। সর্বশেষ ছয় মাস আগে দেশে ছুটি কাটিয়ে কাজে যোগ দেন। তার এমন আকস্মিক মৃত্যুতে মাখাইল প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

আলমের সংসারে স্ত্রী ও তিন কন্যাসন্তান রয়েছে। তার লাশ দেশে পাঠানোর প্রক্রিয়া চালানো হচ্ছে বলে জানিয়েছেন তার ভাই।

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT