ঢাকা (রাত ৩:৩৫) রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News লোহাগড়ায় ন্যাশনালিষ্ট ব্লাড ব্যাংকের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান Meghna News ট্রমালিংক ১০ বছর পূর্তিতে মতিন সৈকত এআইপিকে সন্মাননা Meghna News সরাসরি রাষ্ট্রপতি নির্বাচনসহ একগুচ্ছ সুপারিশ সংস্কার কমিশনের Meghna News গণহত্যায় অভিযুক্ত আ.লীগের কেউ নির্বাচনে প্রার্থী হতে পারবে না Meghna News বিএনপি যতই চাপ দিক, সংস্কারের ওপর ভিত্তি করেই নির্বাচন Meghna News সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত! Meghna News আল্লাহর পথে আহ্বানকারীর জন্য রয়েছে বিশেষ পুরস্কার Meghna News ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা দ্রুত সংস্কার করবো: ভিসি আমানুল্লাহ Meghna News গৌরীপুরে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের বর্ণিল বিদায় সংবর্ধনা Meghna News স্বামীর মধুময় স্মৃতি রোমন্থনে দিন কাটছে স্ত্রী মারজিনার

সিলেট (এমসি)’র গণধর্ষণের তদন্তভার র‍্যাবের হাতে হস্তান্তরের দাবি সিলেটের নাগরিকবৃন্দের

ইবাদুর রহমান জাকের,সিলেট ইবাদুর রহমান জাকের,সিলেট Clock বৃহস্পতিবার রাত ১১:৪২, ১ অক্টোবর, ২০২০

এমসি কলেজ হোস্টেলে গণধর্ষণকারী ছাত্রলীগ নেতাদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সিলেটের নাগরিক বৃন্দের উদ্যোগে বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় ঐতিহাসিক কোর্ট পয়েন্টে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট আইনজীবী এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলামের সভাপতিত্বে ও বাসদ নেতা প্রণব জ্যোতি পালের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা সিপিবির সাবেক সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ এডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, গণফোরাম জেলা আহ্বায়ক এড. আনছার খান, সুজন সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, সিপিবি সাধারণ সম্পাদক এড.আনোয়ার হোসেন সুমন, বাসদ (মার্কসবাদী) পাঠচক্র ফোরামের সমন্বয়ক সুশান্ত সিনহা সুমন, উদীচীসভাপতি এনায়েত হাছান মানিক, ওয়ার্কার্স পাটির্ (মার্কসবাদী) সমন্বয়ক সিরাজ আহমদ,বাপা সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, ভুমি সন্তান এর আশরাফুল ইসলাম, গণজাগরণ এর দেবাশীষ দেবু, ছাত্রনেতা সরুজ কান্তি দাশ, সনজয় শর্মা, ফাহিম আহমদ চৌধুরী প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন সিপিবি নেতা ফরহাদ হোসেন, বাসদ নেতা জুবায়ের আহমদ চৌধুরী, বাসদ (মার্কসবাদী ) পাঠচক্র ফোরামের মহিতোষ দেব মলয়, এড দেবব্রত চৌধুরী লিটন, নিরঞ্জন দাশ খোকন, এড. রণেন সরকার রণি, এড.উজ্জল রায় প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, এমসি কলেজ হোস্টেলে তরুণী ধর্ষণকারী ছাত্রলীগ নেতাদের তাৎক্ষনিকভাবে গ্রেফতার করতে স্থানীয় প্রশাসন ব্যর্থ হয়েছে। অভিযোগ উঠছে ধর্ষণকারীদের সাথে স্থানীয় প্রশাসনের যোগসাজশের বিষয়টি। জনমনে সন্দেহে তৈরি হয়েছে ধর্ষণের ন্যায় বিচার প্রাপ্তি নিয়ে।

বক্তারা, সুষ্টু বিচারের স্বার্থে এমসি কলেজ হোস্টেলে গণধর্ষণের তদন্তভার র‌্যাবের হাতে হস্তান্তরের দাবি জানান। বক্তারা, এমসি কলেজের দখলকৃত সকল ভুমি উদ্ধারের দাবি জানান।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT