সিলেটের ডাঃ মনজুর রশিদ চৌধুরীর ইন্তেকাল
মোঃ কামরুজ্জামান মঙ্গলবার রাত ০৮:০৬, ২ জুন, ২০২০
মোঃ ইবাদুর রহমান জাকির, সিলেট প্রতিনিধিঃ সিলেটের সন্তান ঢাকার আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মঞ্জুর রশিদ চৌধুরী করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ মঙ্গলবার (২ জুন) আনোয়ার খান মর্ডান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ৬১ বছরের মনজুর রশিদ চৌধুরী ১৮ দিন আগে কোভিড পজিটিভ হয়ে হাসপাতালে ভর্তি হন। তিনি আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত ছিলেন। ঢাকা মেডিকেল হাসপাতাল থেকে অবসর নেওয়ার পর তিনি আনোয়ার খান মডার্ন হাসপাতালেই রোগী দেখতেন। জানা গেছে, ডা. মঞ্জুর রশিদ চৌধুরীর বাড়ি নবীগঞ্জের দিনারপুর গ্রামে। তিনি সিলেট মেডিকেল কলেজের ১৪তম ব্যাচের ছাত্র ছিলেন। সিলেট নগরের কাজলশাহ এলাকার ল্যাবএইডে প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার রোগী দেখতেন তিনি। বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ)-এর মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী গণমাধ্যমকে জানান, এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ চিকিৎসক। আর করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন চার জন। করোনায় আক্রান্ত হয়েছেন ৮শ এর বেশি চিকিৎসক।