ঢাকা (রাত ১২:০৬) শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


সিএনজি চালিত অটোরিকশাসহ তিন ছাগল চোর আটক

সিএনজি চালিত অটোরিকশা সহ তিন ছাগল চোর আটক
সিএনজি চালিত অটোরিকশা সহ তিন ছাগল চোর আটক

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শনিবার রাত ১০:২৪, ১২ অক্টোবর, ২০১৯

মোঃ জাকির হোসেন, জেলা প্রতিনিধি, মৌলভীবাজারঃ শুক্রবার (১১অক্টোবর) সন্ধ্যার দিকে সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের স্থানীয় গোবিন্দপুর বাজার থেকে চোরাই করা ছাগলসহ তাদেরকে আটক করে মৌলভীবাজার মডেল থানা পুলিশ।

আটককৃতরা হলেন হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার নাছির,তাহির ও সুমন।

আটকের সত্যতা নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রমেশ ভট্টাচার্য জানান, সিএনজি চালিত অটোরিকশা ও চোরাইকৃত দুটি ছাগলসহ স্থানীয়দের সহায়তায় তিনজন কে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে জানিয়ে পুলিশ কর্মকর্তা রমেশ ভট্টাচার্য বলেন, চোরাইকৃত ছাগল মৌলভীবাজার সদর উপজেলার খোশহালপুর এলাকার হলেও অপরটির তথ্য নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে নাজিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ এনামুল হক রাজার মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্যে জানা যায়নি।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT