সাপাহারে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকে কটূক্তি করায় আটক মাসুদ
নিজস্ব প্রতিনিধি রবিবার রাত ০৯:৪১, ৭ জুন, ২০২০
গোলাপ খন্দকার, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বাবা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি কারীকে গ্রেফতার করছে সাপাহার থানা পুলিশ।
জানাগেছে, গত ১২ মে পাতাড়ী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ও জালশুকা গ্রামের সাইদুর রহমান দলীয় কার্যালয়ে বসে বঙ্গবন্ধুর ছবি সহ একটি লেখা ফেসবুকে দিলে এই পোস্ট কে কেন্দ্র করে বাজার এলাকার কম্পিউটার কম্পোজ দোকানের মালিক মেহেদী মাসুদ উক্ত পোস্টে কটূক্তি মূলকভাবে বলেন ছাত্রলীগ রাষ্ট্রীয় মূর্তি পুজার দল” মূর্তিপুজা আর মুজিব পূজার মৌলিক পার্থক্য নেই এরকম কটূক্তি কথা ও প্রধানমন্ত্রীর ব্যঙ্গাত্মক ছবি ফেসবুকের
কমেন্টস বক্সে দিলে ছাত্রলীগ নেতা সাইদুর রহমান থানায় উপস্থিত হয়ে ডিজিটাল নিরাপত্তা ও দেশের প্রচলিত আইনে কমেন্টকারী মেহেদী মাসুদ এর নামে একটি মামলা দায়ের করেন। থানায় মামলা দায়েরের সংবাদ পেয়ে গত ২৪ দিন পলাতক ছিলো মামলার আসামি মেহেদী মাসুদ । তবে গোপন সবাদের ভিত্তিতে শনিবার রাত ৯টায় তাকে আটক করে সাপাহার থানা পুলিশ।
এ বিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই নিউটনের সাথে কথা হলে তিনি জানান, বঙ্গবন্ধু ও মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি কারী পলাতক আসামি মেহেদী মাসুদকে আটক করে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।