সান্তাহারে জমে উঠেছে পৌর নির্বাচনের প্রচার-প্রচারণা
মোঃআতিকুর হাসান,আদমদিঘী,বগুড়া বৃহস্পতিবার রাত ১১:৩৫, ৭ জানুয়ারী, ২০২১
আসন্ন ১৬ ই জানুয়ারি ২০২১ বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌরসভার নির্বাচন। প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে প্রার্থীরা ছুটছেন ভোটারের দ্বারে দ্বারে। প্রতিশ্রুতি দিচ্ছেন পরিছন্ন আধুনিক পৌরসভা গড়ার। প্রত্যেকেই নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদি। আর ভোটাররা বলছেন, সৎ ও যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন তারা। শহরের রাস্তাঘাট, অলিগলি ও পাড়া-মহল্লা এখন মিছিল আর স্লোগানমুখর। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে পুরো পৌর শহর চায়ের দোকান থেকে শুরু করে বসতবাড়িতেও এখন আলোচনার বিষয় শুধুই নির্বাচন। প্রার্থীরা ভোট চেয়ে চষে বেড়াচ্ছেন তাদের নির্বাচনী এলাকা।
নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি ও ইসলামী আন্দোনের মনোনীত প্রার্থী অংশ নিয়েছেন। আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী আশরাফুল ইসলাম মন্টু ব্যাপক গণসংযোগ করে বেড়াচ্ছেন। তিনি জানান, মেয়র নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে সান্তাহার পৌরসভার সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের ব্যবস্থা করা হবে। তিনি সান্তাহার পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা এবং যানজট নিরসনসহ মৌলিক সমস্যাগুলো সমাধানের মাধ্যমে আধুনিক পৌরসভা গঠনের প্রতিশ্রুতি দেন। অন্যদিকে সমানভাবে প্রতিটি ঘরে ঘরে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী আলহাজ্ব তোফাজ্জল হোসেন ভুট্টু। তিনি প্রত্যেক ভোটারকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদানের আহ্বান জানান।
এছাড়া ইসলামী আন্দোনের মনোনীত প্রার্থী আব্দুর রাজ্জাক বলছেন, প্রতিক পাওয়ার পর থেকে তিনি কর্মীদের নিয়ে সকাল-বিকেল ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। একইভাবে নিজ নিজ প্রতীকে ভোট প্রার্থনা করে পাড়া-মহল্লা চষে বেড়াচ্ছেন কাউন্সিলর প্রার্থীরাও। সবাই নিজ নিজ প্রতীকে ভোট দিতে ভোটারদের কাছে অনুরোধ জানান। পিছিয়ে নেই মহিলা প্রার্থীরাও। শীত উপেক্ষা করে তারাও মা-বোনদের ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা করছেন।
এ পৌরসভায় মোট ভোটার রয়েছে ২৫হাজার৬৬৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১২হাজার ৫৪৮ জন ও নারী ভোটার ১৩হাজার ১২১ জন। মোট ভোট কেন্দ্র ১২টি। এবাররের নির্বাচনে মেয়র প্রার্থী ৩জন, পুরুষ কাউন্সিলর ২৪জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০জন রয়েছেন।