ঢাকা (সন্ধ্যা ৭:৪৬) বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে শুভেচ্ছায় সিক্ত হলেন নৌকার মেয়র প্রার্থী মোখলেসুর রহমান

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock শনিবার রাত ০৯:৫১, ৯ অক্টোবর, ২০২১

আসন্ন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামীলীগের সদস্য ও গ্রামীণ ট্রাভেলসের চেয়ারম্যান মো. মোখলেসুর রহমান।

রাজধানী ঢাকা থেকে চূড়ান্ত মনোনয়ন শেষে শনিবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ ফিরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মোখলেসুর রহমান। জেলার প্রবেশমুখ বালিয়াঘাট্টায় তাকে ফুলের মালা দিয়ে বরণ করেন আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় ৪ হাজার মটরসাইকেল নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে অবস্থিত বঙ্গবন্ধু মুক্তমঞ্চে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এর আগে চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামীলীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নেতৃবৃন্দ।

সভায় নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মোখলেসুর রহমান ছাড়াও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদ, জেলা ছাত্রলীগ ও যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক শহিদুল হুদা অলক, জেলা কৃষকলীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুস সামাদ বকুল, সদর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রহুল আমিন রাসেল, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফাইজার রহমান কনক, বর্তমান সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দসহ জেলা আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে নৌকার প্রার্থী মোখলেসুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার উপর আস্থা রেখেছেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে নিয়ে নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়ে এর প্রতিদান দিব। তবে একাজে সকল নেতাকর্মীকে এগিয়ে আসতে হবে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা নিজ নিজ এলাকায় গিয়ে নৌকার প্রচারণায় কাজ শুরু করুন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আশা করি, নৌকার বিজয়ের পর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাও উন্নয়নের ধারাবাহিকতায় এগিয়ে যাবে।

উল্লেখ্য, আগামী ২ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ভোট অনুষ্ঠিত হবে। গত বৃহস্পতিবার (০৭ অক্টোবর) আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় নৌকার প্রার্থী হিসেবে মোখলেসুর রহমানকে মনোনয়ন প্রদাণ করেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT