ঢাকা (রাত ৮:৩২) বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


সান্তাহারে ইসলামী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত

অন্যান্য ২২৮৯ বার পঠিত

মিরু হাসান বাপ্পী, আদমদীঘি, বগুড়া মিরু হাসান বাপ্পী, আদমদীঘি, বগুড়া Clock রবিবার রাত ১০:০৩, ১৬ আগস্ট, ২০২০

‘‘মুজিব বর্ষের আহবান, লাগাই গাছ বাড়াই বন’’, প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ব্যাংক বগুড়ার সান্তাহার শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় বৃক্ষরোপন কর্মসূচি আনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে ব্যাংকের সাড়ে ৩ হাজার সদস্যদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
রবিবার বিকেল সাড়ে ৪টায় ব্যাংকের সান্তাহার শাখায় কর্মসূচির আয়োজন করা হয়। সান্তাহার ইসলামী ব্যাংকের এফএভিপি ও শাখা প্রধান এস,এম বেলাল হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সান্তাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এরশাদুল হক টুলু। অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন সান্তাহার ইসলামী ব্যাংকের এসএমই/কৃষি শাখার প্রকল্প কর্মকর্তা কে.এম.এ আলী আকবর ফারুক, সান্তাহার ইউনিয়ন পরিষদের সচিব মোহায়মিনুল ইসলাম, সান্তাহার শহর প্রেসক্লাবের সভাপতি জিললুর রহমানসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারিবৃন্দরা।
উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি এরশাদুল হক টুলু সান্তাহার ইউনিয়ন পরিষদ চত্বরে একটি আম গাছের চারা রোপন করে কর্মসূচির উদ্বোধন করেন।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT