ঢাকা (রাত ৪:৩১) মঙ্গলবার, ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

সাঘাটায় হরিজন সম্প্রদায়ের বৈষম্য দূর করতে ইউএনও’র মতবিনিময়

আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা। আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা। Clock বুধবার বিকেল ০৫:২১, ১ সেপ্টেম্বর, ২০২১

গাইবান্ধার সাঘাটা উপজেলার হরিজন সম্প্রদায় ও বিভিন্ন জনগোষ্ঠির মধ্যে বৈষম্য দূর করতে সেলুন ও চা দোকানদারদের সাথে মতবিনিময় করেন ইউএনও সরদার মোস্তফা শাহিন।

বুধবার উপজেলার বোনারপাড়ায় হরিজন কলোনী পরিদর্শন শেষে সেলুন ও চা দোকানদারদের সাথে উন্মুক্ত মতবিনিময়ে বৈষম্য নিয়ে কথা বলেন ইউএনও।

তিনি বলেন, সমাজ ও সংসারে তারাও মানুষ। তাদের মাথা উচু করে বেঁচে থাকার অধিকার আছে। রাষ্ট্র,সমাজ, ইসলামের দৃষ্টি থেকেও তিনি বিভিন্ন কথা উল্লেখ করে তাদের সেবা করার অনুরোধ করেন।

হরিজন সম্প্রদায়ের নেতা দিলীপ বাসফোর ও রাজেশ বাসফোর বলেন,সেলুন কিংবা হোটেল রেস্তোরা ও চায়ের দোকানে গেলে বৈষম্যের দৃষ্টিতে দেখা হয়। অনেক সময় আমাদের লাঞ্চিত হতে হয়। এ সময় চায়ের দোকানে হরিজন নেতাদের সাথে মানবিক ইউএনও চা চক্রে মিলিত হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT