ঢাকা (সকাল ৮:৩৭) শুক্রবার, ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে আহত ও শহিদদের স্মরণে লোহাগড়ায় স্মরণসভা অনুষ্ঠিত Meghna News দাউদকান্দিতে দুই ইউনিয়ন জামায়াতে ইসলামী আমীরের শপথ গ্রহণ Meghna News সুশিক্ষিতরাই জাতিকে আঁধার থেকে আলোর পথে নিয়ে যায় : আব্দুস সাত্তার Meghna News গৌরীপুরে তিনটি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ Meghna News চাঁপাইনবাবগঞ্জে সাবেক বিডিআর সদস্যদের মানববন্ধনে কারামুক্তি ও চাকুরি প্রাপ্তির দাবী Meghna News গৌরীপুরে অগ্নিকান্ডে অবৈধ তেলের গোডাউনসহ বাসাবাড়ি-দোকানপাট ভস্মিভূত Meghna News চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে গৌরীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Meghna News আইনজীবী সাইফুলের জানাজায় মানুষের ঢল, যা বললেন আজহারী Meghna News ‘সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে পার্শ্ববর্তী দেশ’ Meghna News ইসকন জ-ঙ্গিদের হাতে আইনজীবী সাইফুল খুন : সন্তানসম্ভবা স্ত্রীর চোখেমুখে ঘোর অমানিশা

শেষ হলো A Foundation আয়োজিত আন্তর্জাতিক অলিম্পিয়াড

অন্যান্য ২৩৫৫ বার পঠিত

রাসেল মুরাদ রাসেল মুরাদ Clock রবিবার রাত ১০:০৭, ৪ জুলাই, ২০২১

A Foundation আয়োজিত দেশের অন্যতম আন্তর্জাতিক অলিম্পিয়াড ‘iTeach নিবেদিত অলিম্পিয়াড অন ইউনাইটেড ন্যাশনস এন্ড ইন্টারন্যাশনাল এফেয়ারস’ শেষ হলো গত ১ জুন ।

জানা যায়, গত ১৫ জুন থেকে ১ জুন পর্যন্ত অলিম্পিয়াডটি সম্পুর্ণ অনলাইন পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে।৩টি রাউন্ডে অলিম্পিয়াডে অংশগ্রহণ করে ৭ টি দেশের ৫০০ প্রতিযোগি। মূল পর্বে দ্বিতীয় পর্বের প্রথম ২০ জনকে নিয়ে অনুষ্ঠিত এই অলিম্পিয়াডে সেরার সেরা হয়ে বিজয়ী হন ঢাকার সাউথ পয়েন্ট স্কুলের সাদিয়া বিনতে আনান। পর্যায়ক্রমে প্রথম ১০ জন হলো, প্রনয় সাহা, মারিয়া আদরিন, নুযাত তাসনিম, কাজি আব্দুল্লাহ শাফিন, অরুনাভা দাশগুপ্তা, নাবিলা শ্রেয়াশ, মেহেদি হাসান, স্নেহা কবির, সুদিপ রায়।

উক্ত অলিম্পিয়াডটি A Foundation এর ৭ম ইভেন্ট ছিলো এবং এর মধ্যে দিয়েই A Foundation এর নতুন সংঘ প্রতিষ্ঠান International Affairs Olympiad এর যাত্রা শুরু হলো। A Foundation এর প্রেসিডেন্ট দিবাকর রয় দিপ্তের এবং সিওই নুমান আহমেদ কাব্য এর বক্তব্য মতে A Foundation আগামীতে দেশের সকল প্রকার যুব সমাজ সংস্থার মূলকেন্দ্র হবে যা দে্শের মানুষের বিকাশে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে।

iTeach নিবেদিত অলিম্পিয়াড অন ইউনাইটেড ন্যাশনস এন্ড ইন্টারন্যাশনাল এফেয়ারস’ তে মূল স্পন্সর হিসেবে থেকেছে iTeach Corporation যার সিওই হলেন ওয়াসি রাফি। অলিম্পিয়াডের প্রধান সহযোগী পার্টনার হিসেবে ছিলো ইউনিস্যাব বাংলাদেশ। একাডেমিক পার্টনার ছিলো YSSE, লার্নিং পার্টনার ছিলো NNO লার্নিং হাব, রেডিও পার্টনার ছিলো বাংলা রেডিও FM 98.4। মিডিয়া পার্টনার হিসেবে ছিলো মেঘনা নিউজ,সংবাদ দর্পন, JNews, ক্যাম্পাস লাইভ। টেকনিকাল স্পনসর হিসেবে ছিলো প্লেক্সাস ফর ইয়থ। এছাড়া অন্যান্য পার্টনার ছিলো ইনগেজ, মান ইনফো, আলোর দিশা বাংলাদেশ, ডিভাইন ইয়থ গ্লোবাল।

উক্ত অলিম্পিয়াডটি ১৩টি লাইভ করেছে বিভিন্ন বিষয়ের ওপর যার মধ্যে উল্লেখযোগ্য লাইভ গুলোর অতিথি ছিলো ইন্দোনেশিয়ার সিনথিয়া টিযুশান্তো, ইন্ডিয়ার আশিশ রনযন, বাংলাদেশের রাফায়াত রাকিব, রাফসান চৌধুরী, আদ্রিকা পুর্বাশা, শিহাব হাসান নিওন সহ আরো অনেকে।

উক্ত লাইভের মূল সদস্যদের মধ্যে পর্যায়ক্রমে আছে সাইরোজ মেহবুব, বাধন আহসান নেহা, শাওরিয়ার বিপু, রাসেল মুরাদ, মেহেরিন আহমেদ, আরিফ ইস্টিয়াক, জুবেয়ের ইসলাম, নাফিসা হক মিসকা ও লাইভ হোস্ট জান্নাতুল নিধি।

উল্লেখ্য, A Foundation এর আগামী সময় ৩ টি অফলাইন মডেল ইউনাইটেড ন্যাশনস নামাতে যাচ্ছে, একটি A Foundation কার্নিভাল সহ ন্যাশনাল রিক্রুটমেন্ট।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT