ঢাকা (সন্ধ্যা ৭:২৮) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

শিবচরে হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ

মীর এম ইমরান,মাদারীপুর মীর এম ইমরান,মাদারীপুর Clock রবিবার সন্ধ্যা ০৬:১৭, ৯ মে, ২০২১

বিশ্বের সাথে পাল্লা দিয়ে বাংলাদেশেও কোভিড-১৯ এর বড় এক বিপর্জয় ঘটছে,বাংলাদেশের হতদরিদ্র ও দিনমজুরদের পাশে দাঁড়িয়েছেন বিত্তবান মানুষেরা ।শহর গ্রাম সবখানেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে মানুষের পাশে দাঁড়ায়। এমনই এক সহযোগিতার হাত বাড়িয়েছেন মাদারীপুরের শিবচর কুতুবপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের তিন তিনবারের সফল মেম্বার জনাব নূরুল আমিন মুন্সী ও তার প্রবাসী ,চাকরিজীবী ও গ্রামের থাকা ভাতিজারা মিলে ৪০০টি পরিবারের ঈদ উপলক্ষে ঈদ সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার উদ্যোগ নেন।

ঈদ সামগ্রীতে ছিলো,লাচ্ছা সেমাই ১ কেজি,শলা সীমাই ১কেজি,চিনি ১কেজি,পোলাও চাল ১কেজি ৫০০ গ্রাম,লাক্স সাবান ১ পিছ,পাতা সেম্পু ৩ পিছ এই ছয়টি আইটেম।

সম্মিলিত ঈদ উপহার প্যাকেজটি ২নং ওয়ার্ডের তিন বারের সফল সফল মেম্বার জনাব নূরুল আমিন মুন্সীর পরামর্শে তার প্রবাসী, ব্যবসায়ী ,চাকরিজীবী ও গ্রামে থাকা ভাতিজাদের নিজ অর্থায়নে এই ঈদ খাদ্য সামগ্রী ভ্যানে করে বাড়ি বাড়ি পৌছে দেওয়া হয়।

স্থানীয়রা জানান, তিনবারের সফল মেম্বার মোঃ নুরুল আমিন মুন্সী,তার প্রবাসী,চাকরিজীবী,গ্রামে থাকা ভাতিজাদের নিয়ে সুপরামর্শে একটি মহৎ উদ্যোগ নিয়েছে,এমন উদ্যোগ যদি প্রত্যেকটি এলাকায় বিত্তবানরা হতদরিদ্র কর্মহীন মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিত তবে এই মানুষগুলো না খেয়ে কষ্ট করে বেঁচে থাকতে হতো না। তাদের এই সহযোগিতা ৪০০ টি পরিবারের মানুষের মুখে হাসি ফোটাবে। মেম্বার মোঃ নুরুল আমিন মুন্সীর এ উদ্যোগ এক বিশাল মনের পরিচয় দিয়েছে, তার সহযোগিতায় এলাকার অনেক খেটে খাওয়া মানুষেরা উপকৃত হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT