ঢাকা (সকাল ৯:৩০) মঙ্গলবার, ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিবগঞ্জে ভূয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock বৃহস্পতিবার রাত ১০:৫৬, ১৭ ডিসেম্বর, ২০২০

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় হোমিওপ্যাথিক চিকিৎসার সাথে সাথে অবৈধভাবে এ্যালোপেথিক ও গাছ-গাছালির চিকিৎসা দেয়ার অভিযোগে এক হোমিও চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

অভিযুক্ত হোমিও চিকিৎসক জেলার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের ওমরপুর গ্রামের হোমিও পল্লী চিকিৎসক মো. মাসুদ আলী। এ বিষয়ে ভোক্তা অধিকার আইনের সহকারী পরিচালক মো. জহিরুল ইসলাম জানান, মাসুম আলী প্রকৃত পক্ষে একজন হোমিও চিকিৎসক। কিন্তু সে দীর্ঘদিন থেকে হোমিও চিকিৎসার পাশাপাশি ভূয়া ডাক্তার সেজে বিভিন্ন ধরনের চিকিৎসা দিয়ে মানুষের সাথে প্রতারণা করে আসছিল।

তাছাড়া অন্যায়ভাবে নাকের পলিপাস অপারেশন করে আসছে যাহা বিধি সম্মত নয়। এছাড়া গণমাধ্যমে তার এই অপকের্মর সংবাদ প্রচার হয়।

এরই প্রেক্ষিতে তার অপরাধমূলক কাজের জন্য বৃহস্পতিবার বিকালে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং সে আর কোন চিকিৎসা সেবা দিতে পারবেনা মর্মে আদেশ দেয়া হয়েছে।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT