রাণীনগরে দুইদিন ব্যাপি গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলা অনুষ্ঠিত
আবু ইউসুফ,নওগাঁ মঙ্গলবার দুপুর ০৩:৪৫, ১৮ মে, ২০২১
নওগাঁর রাণীনগরে আবহমান গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী চিরচিনা খেলা অনুষ্ঠিত হয়েছে।
“চলো যায় যুদ্ধে মাদকের বিরুদ্ধে” এই স্লোগানকে সামনে রেখে। যুব সমাজকে মাদক হতে দুরে রাখতে উপজেলার পারইল পূর্ব ফকিরপাড়া যুব সমাজের আয়োজনে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন উপলক্ষ্যে দুই দিন ব্যাপী হাড়ি ভাঙ্গা, ভারসাম্য দৌড়, চেয়ার খেলা, মোরগ যুদ্ধ খেলা, বালিশ খেলা, কলা গাছে উঠা, রসি টানাটানি, হাঁস খেলা ও চাচা আপন প্রাণ বাঁচা (বেলুন ফাটানো), ফুটবল খেলাসহ ঐতিহ্যবাহী বিভিন্ন খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত খেলা গুলোতে গ্রামের নারী-পুরুষ ছোট-বড়সহ সব বয়সের মানুষ অংশ গ্রহণ করেন। দুই দিন ব্যাপী অনুষ্ঠিত খেলা শেষে সোমবার বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।