ঢাকা (সন্ধ্যা ৬:২৩) বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


রাজিবপুরে ইউনিয়ন পরিষদ সম্পর্কিত মৌলিক প্রশিক্ষণ কোর্স সম্পন্ন

রাজিবপুরে ইউনিয়ন পরিষদ সম্পর্কিত মৌলিক প্রশিক্ষণ কোর্স সম্পন্ন

সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম Clock শনিবার সকাল ১০:৫০, ১৩ মে, ২০২৩

কুড়িগ্রামের রাজিবপুরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউপি সদস্য ও সচিবগণের জন্য ইউনিয়ন পরিষদ সম্পর্কিত মৌলিক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে  জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) আয়োজনে ও রাজিবপুর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে তিন দিনব্যাপী এই কোর্স অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কোর্সে রাজিবপুরের ৩টি ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য ও সচিবগণ অংশ নেন। প্রশিক্ষণের বিষয়বস্তু ছিল, ইউনিয়ন পরিষদের কার্যপরিচালনা, জনপ্রতিনিধি ও কর্মচারীদের দায়িত্ব কর্তব্য, স্থানীয় সম্পদ আহরণ, কর নির্ধারণ, বাজেট প্রণয়ন, উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন, সরকারি ক্রয় পদ্ধতি, পরিষদের হিসাব রক্ষণ ও নিরীক্ষণ, গ্রাম আদালত আইন, জন্ম ও মৃত্যু নিবন্ধন, দুর্যোগ ব্যবস্থাপনার কার্যক্রম সম্পর্কিত।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার অমিত চক্রবর্তীর সভাপতিত্বে কোর্সটির উদ্বোধন করেন, এনআইএলজি গবেষণা কর্মকর্তা  (প্রশিক্ষণ ও পরামর্শ) মাহফুজার রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  উপজেলা পরিষদ চেয়ারম্যান আকবর হোসেন হিরো। কোর্সটিতে প্রশিক্ষণ প্রদান করেন, উপজেলা সমাজ সেবা অফিসার হাসান সাদিক মাহমুদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার গোলাম কিবরিয়া, পল্লী উন্নয়ন কর্মকর্তা মেহেদী হাসান প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার অমিত চক্রবর্তী বলেন, সবার আগে আমাদের ভালো মানুষ হতে হবে তারপর একজন ভালো জনপ্রতিনিধি হয়ে যে দায়িত্ব আমাদের উপর অর্পণ করা হয়েছে তা সঠিকভাবে পালন করতে পারলে আমরা আমাদের সৃষ্টিকর্তার কাছে জবাব দিতে পারব।
রাজিবপুরে ইউনিয়ন পরিষদ সম্পর্কিত মৌলিক প্রশিক্ষণ কোর্স সম্পন্ন
তিনি আরো বলেন, স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব ত্রাণসামগ্রী ইউপি চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে বিতরণ করা হয়ে থাকে আপনারা চাইলেই অসহায় হতদরিদ্র অসচ্ছল পরিবারগুলোকে সহযোগিতা করতে পারেন এবং সেটি করবেন বলে আমি বিশ্বাস করি। এসময় প্রাকৃতিক দুর্যোগ মাখা সম্পর্কে সতর্কতা করে সবাইকে তার নিজ নিজ দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন। প্রশিক্ষণ শেষে ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও সচিবগণের প্রশিক্ষণের সনদ প্রদান করা হয়।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT