যে ৫ তেল ব্যবহারে দূর হবে খুশকি
নিজস্ব প্রতিনিধি মঙ্গলবার সন্ধ্যা ০৬:২১, ৩০ আগস্ট, ২০২২
চুল পড়ে যাওয়ার অন্যতম প্রধান কারণ খুশকি। চুলের গোড়া দুর্বল হয়ে যায় খুশকির কারণে। অ্যান্টি-ড্রানড্রাফ শ্যাম্পু ব্যবহারের পাশাপাশি কয়েকটি তেল নিয়মিত লাগান চুলে। ধীরে ধীরে খুশকির উপদ্রব কমে আসবে অনেকটাই।
১। নারিকেলের তেল গরম করে চুলের গোড়ায় ঘষে ঘষে লাগান। গরম তোয়ালে দিয়ে চুল আটকে রাখুন। ১৫ মিনিট পর খুলে অপেক্ষা করুন ১ ঘণ্টা। এরপর মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।
২। খুশকি দূর করতে অতুলনীয় রোজমেরি অয়েল। এতে রয়েছে অ্যান্টি-ফাঙ্গাল উপাদান যা খুশকির জন্য দায়ী জীবাণু ধ্বংস করতে পারে।
৩। তুলসীর তেল ব্যবহার করতে পারেন খুশকি তাড়াতে। নারিকেল তেল ও অলিভ অয়েলের মধ্যে তুলসী পাতা ফেলে ফুটিয়ে নিন। ঠান্ডা হলে ছেঁকে ব্যবহার করুন চুলের গোড়ায়।
৪। টি ট্রি অয়েলও খুশকি থেকে রেহাই পেতে সাহায্য করবে আপনাকে। খুশকির কারণে ত্বকে হওয়া চুলকানি দূর করতে বেশ কাজে আসে এই তেল।
৫। নারিকেল তেলে পুদিনা পাতা ফেলে ফুটিয়ে নিন। নামিয়ে ঠান্ডা করে বোতলে ভরে রাখুন। সপ্তাহে দুইদিন এই তেল ম্যাসাজ করুন চুলে। খুশকি চলে যাবে।
জেনে নিন
- তেল ম্যাসাজ করার পরপরই শ্যাম্পু ব্যবহার করবেন না। অন্তত ১ থেকে দেড় ঘণ্টা অপেক্ষা করবেন। সম্ভব হলে সারারাত রেখে দিন।
- তেল ব্যবহার করার পর অন্য কোনও হেয়ার প্যাক ব্যবহারের প্রয়োজন নেই।
- তেল ব্যবহার শেষে খুব আঁটসাঁট খোঁপা বা পনিটেইল করবেন না। হালকা করে বেঁধে রাখুন ব্যান্ড বা ক্লিপ দিয়ে।