দাউদকান্দিতে তিন শহীদ পরিবারকে অনুদান দেন ড. মারুফ হোসেন

হোসাইন মোহাম্মদ দিদার
শনিবার রাত ১০:১০, ১২ জুলাই, ২০২৫
বিএনপির ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপজেলার তিন শহীদ পরিবারের সদস্যদের নগদ আর্থিক অনুদান প্রদান করেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।
শনিবার (১২ জুলাই) উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে শহীদদের কবরে গিয়ে দোয়া ও মুনাজাত করেন তিনি।
এর আগে পৌরসভার বিএনপি কার্যালয়ে সারা দেশব্যাপী আইনশৃঙ্খলা অবনতি নিয়ে ও সোহাগ হ/ত্যা মামলার আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ড. খন্দকার মারুফ হোসেন।
প্রতিবাদ সমাবেশ শেষে বিএনপি নেতা ড. খন্দকার মারুফ হোসেনের নেতৃত্বে নৈরাজবিরোধী একটি মিছিল বের হয় পৌরসদরে।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলনে গেল বছর ২৪ এর জুলাই অভ্যুত্থানে প্রাণ হারান দাউদকান্দি উপজেলার শহীদ রিফাত,শহীদ ফাহিম ও শহীদ সুলতান।
এ সময়ের সঙ্গে ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আখতারুজ্জামান সরকার,উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ লতিফ ভূঁইয়া, সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম ও পৌর বিএনপির আহবায়ক নুর মোহাম্মদ সেলিম সরকার প্রমুখ।