ঢাকা (দুপুর ১২:১৪) সোমবার, ৪ঠা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

দাউদকান্দিতে প্রবাসীর জায়গায় বাড়ি নির্মাণের অভিযোগ

স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার Clock শনিবার সন্ধ্যা ০৬:২৪, ১২ জুলাই, ২০২৫

কুমিল্লার দাউদকান্দিতে আদালতের স্থিতিবস্থা থাকার পরও প্রবাসীর জায়গায় বিল্ডিং নির্মাণ কাজ করায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

 

 

শনিবার (১২ জুলাই) দুপুরে উপজেলার উত্তর  ইউনিয়নের গঙ্গাপ্রাসাদ গ্রামে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রবাসে বসবাসরতদের বোন সামছুন নাহার। তিনি তার লিখিত বক্তব্যে বলেন,”তার ভাইয়েরা প্রবাসি। তিনি তার শশুর বাড়িতে থাকেন। ফলে তাদের বাড়িতে কেউ থাকেন না। এ সুযোগে একই গ্রামের ফিরোজ মিয়ার ছেলে আক্তার হোসেন ও দেলোয়ার হোসেন তাদের বাড়ির খালি জায়গা দখল করে দুইটি বিল্ডিং নির্মাণ করছেন। এমতাবস্থায় তারা বাধ্য হয়ে আদালতের শরণাপন্ন হন। আদালত কতৃক উক্ত জায়গায় স্থিতিবস্থা জারি করা হয়। কিন্ত তারা উক্ত স্থিতিবস্থা অমান্য করে বাড়ি নির্মাণ কাজ চালিয়ে যায়। পুলিশ একাধিকবার তাদের অবৈধ নির্মাণ কাজ বন্ধ দেয়। কিন্তু পুলিশ চলে যাওয়ার পর আক্তার ও দেলোয়ার পুণরায় বাড়ি নির্মাণ কাজ শুরু করে।

 

সামছুন নাহার আরও অভিযোগ করেন, অভিযুক্তরা তাকে বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি ধামকি দিচ্ছে। তিনি এ বিষয়ে প্রশাসনের দৃস্টি আকর্ষণ করেন এবং তিনি তার নিরাপত্তার জন্য সরকারের সহযোগিতা কামনা করেন।”




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT