দাউদকান্দিতে পৌর বিএনপির উদ্যোগে ড.মারুফ এর জন্মদিন পালিত

স্টাফ রিপোর্টার
মঙ্গলবার সকাল ০৮:৫০, ৮ জুলাই, ২০২৫
বৃষ্টিস্নাত এক সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন এর জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
সোমবার(৭ জুলাই) সন্ধ্যায় পৌর বিএনপির আয়োজনে উপজেলা বিএনপির কার্যালয়ে ড. মারুফ হোসেনের জন্মবার্ষিকী উদযাপন করা হয়।
বিএনপির এই নেতার জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা হয়। দোয়া ও মিলাদ পাঠ করে কেন্দ্রীয় বিএনপির সদস্য ড. মারুফ হোসেনের দীর্ঘায়ু কামনা হয়েছে।
এতে পৌর বিএনপিসহ এর সহযোগী অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বিএনপি এই নেতার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক কাউন্সিলর খন্দকার বিল্লাল হোসেন সুমন, যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর সালাউদ্দিন সরকার,পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খন্দকার হুমায়ন, উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আহাম্মেদ, পৌর জাসাসের সদস্য সচিব মধু সরকার, যুগ্ম আহ্বায়ক
আনোয়ার হোসেন ভূইয়া, পৌর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, শাহাবউদ্দিন আহাম্মেদ, হাসান মিয়া প্রমুখ ।