ঢাকা (রাত ১:২০) বুধবার, ৩০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

জুলাই আন্দোলনের ১১ মাস পর দাউদকান্দিতে আবারও হত্যা মামলা

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock মঙ্গলবার সকাল ০৮:৫৩, ৮ জুলাই, ২০২৫

বৈষম্যবিরোধী আন্দোলনের ১১ মাস পর আবার একটি হত্যা দায়ের করা হয়েছে।

 

জুলাই অভ্যুত্থানে সুলতান মিয়া নামের এক অটোরিকশা চালক পতিত সরকারের নেতা-কর্মীদের উপজেলার গৌরীপুরে সংঘর্ষে নিহত হয়। নিহত হওয়ার ১১ মাস পর মামলা হওয়ায় এ নিয়ে কৌতূহল বেড়েছে।

 

নিহতদের স্ত্রী রেহেনা বেগম বাদী হয়ে গেল মাসের ৩০ জুন একটি মামলা দায়ের করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী।

 

জানা যায়,

নিহত সুলতান মিয়া পার্শ্ববর্তী তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের বাসিন্দা। তিনি গেল বছরের ৫ আগষ্ট গৌরীপুরে ছাত্র-জনতার মিছিলে যোগ দেয়। ঐদিন পতিত সরকারের নেতা-কর্মীদের হাতে গুলিবিদ্ধ হন তিনি। পরে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসাপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

 

এই ঘটনার ১১ মাস পর নিহতদের স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এতে কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) এর সাবেক সংসদসদস্য আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুরকে প্রধান আসামী করা হয়। এজহারনানীয় আসামী করা হয় ৩৮ জনকে। অজ্ঞাত আসামী করা হয় আরও ১০০/১৫০ জনকে।

 

 

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী জানান,” বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত সুলতান মিয়ার স্ত্রী রেহেনা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলার অভিযোগ দায়ের করলে তা মামলা হিসেবে রজু করা হয়। বিষয়টি তদন্তাধীন।”

 

উল্লেখ্য,২৪ জু্লাই-আগষ্টে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের ঘটনায় দুটি হত্যা মামলা ও একটি হত্যাচেষ্টা মামলা হয়েছিল দাউদকান্দি মডেল থানায় । এই তিন মামলায় জড়িত থাকার ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT