মৌলভীবাজারে নানা কর্মসুচির মধ্যদিয়ে পালিত হলো মুক্তিযুদ্ধ মঞ্চের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী
মোঃ জাকির হোসেনঃমৌলভীবাজার। সোমবার সন্ধ্যা ০৬:৩৫, ৫ অক্টোবর, ২০২০
মৌলভীবাজারে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো মুক্তিযুদ্ধ মঞ্চের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী। উক্ত কর্মসূচির মধ্যে ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, ও বৃক্ষ রোপন কর্মসূচি এবং প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা।
মুক্তিযুদ্ধ মঞ্চ মৌলভীবাজার জেলার সভাপতি হুজ্জাতুল ইসলাম ফারুক এর সভাপতিত্বে ও মুক্তিযুদ্ধ মঞ্চ মৌলভীবাজার জেলা শাখার৷ সাধারন সম্পাদক দেওয়ান আলমগীর চৌধুরীর সসঞ্চালনায় ৫অক্টোবর সোমবার সকাল মৌলভীবাজার স্থানীয় শহিদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ তপু,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান রনি ও মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাকিবুল হাসান রাজিব।
প্রথমে মুক্তিযুদ্ধ মঞ্চের সকল নেতা কর্মীরা একত্রিত হয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন,তার পর কেক কেটে আলোচনা সভা অনুষ্টিত হয়।
এসময় বক্তারা বলেন মুক্তিযুদ্ধ মঞ্চ,মুক্তিযোদ্ধা পরিবারদের অধিকার নিয়ে কথা বলে।বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য মুক্তিযুদ্ধ মঞ্চ সর্বদা কাজ করে যাচ্ছে আর ভবিষ্যতেও করবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানের জন্য প্রয়োজনে আমরা আরেকটি মুক্তিযুদ্ধ করতে প্রস্তুত আছি।
এসময় আরো উপস্থিত ছিলেন সাজন খান সাধারণ সম্পাদক মুক্তিযুদ্ধ মঞ্চ মৌলভীবাজার পৌর শাখা,সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খান অপু।
মৌলভীবাজার সরকারি কলেজ শাখার সভাপতি রেজুয়ান রাজি, সহ-সভাপতি মির্জা মাহি বেগ, ম্যাটস শাখার সভাপতি জাবেদ হোসেন ইমন, সহ সভাপতি রকি আহমদ,পৌর শাখার সভাপতি মুজাহিদুল ইসলাম রুয়েজ ও মৌলভীবাজার জেলা,উপজেলা পৌর সরকারি কলেজ ও ম্যাটস শাখার নেতৃবৃন্দ।