মেঘো-মায়া
নিজস্ব প্রতিনিধি বৃহস্পতিবার ১২:০৫, ২৭ মে, ২০২১
মেঘো-মায়া
চৌধুরী মুজাদ্দিদ আহমদ
শিক্ষার্থীঃ ঢাকা বিশ্ববিদ্যালয়
আহারে মেঘোমায়া,
শীতলো মাতৃছায়া
আসিলা শ্রীহট্ট বুকে।
গম্ভীর আকাশের মেঘ,
বাতাসে মহা বেগ
ছন্দ বাঁধে মহা সুখে।
চারিদিকে জলরাশি,
বজ্রের বুড়ো হাসি
সুরমার কলরব।
রেলের ঠিক পাশে,
বুনোফুল খিলখিল হাসে
ভুলিয়া কর্ম সব।
তাই ভাবি আজ,
হবে না আর কাজ
ব্যাকুলতা ভরা জীবন।
আকাশের পানে চাহি,
গুন গুন গাহি
সুন্দরও মোর ভুবন।