ঢাকা (ভোর ৫:১৯) শনিবার, ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ভোলায় আগুনে পুড়ে ছাই ৯ ব্যবসা প্রতিষ্ঠান

অন্যান্য ২৪০৬ বার পঠিত

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock রবিবার রাত ১০:৩৫, ১৭ নভেম্বর, ২০১৯

 

কামরুজ্জামান শাহীন,ভোলা প্রতিনিধি:  ভোলার দৌলতখান উপজেলায় আগুনে ৯ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা। রবিবার ভোর রাতে উপজেলার দৌলতখান বাজারের অগ্রণী ব্যাংক সংলগ্ন এলাকায় এই দূর্ঘটনা ঘটে। বৈদ্যূতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত ঘঠতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জানা যায়, রাত সাড়ে ৩টার দিকে বাজারের অগ্রণী ব্যাংক সংলগ্ন মো. শামীমের মুদি দোকানের বিদ্যূৎতের মিটার থেকে আগুনের সূত্রপাত হয়। এতে মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। মুদি দোকানে থাকা গ্যাসের সিলিন্ডার ও তেলের ড্রাম বিস্ফোরিত হয়ে আশেপাশের আরও ৯টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। পুড়ে যাওয়া দোকানগুলো হচ্ছে শামীমের মুদি দোকান, আলমের মুদি দোকান, জামাল বেড হাউজ, শুক্কুর আলীর ফলের দোকান, মোস্তফা বেডহাউজ, মাসুদ মিজির হার্ডয়্যার, মনির স্টোর, কামাল হোসেনের সয়ামিল, মাইদুল স্টোর। ভোলা জেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা (ডি.এ.ডি.) জাকির হোসেন জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট যৌথভাবে ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আশপাশের ৯টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT