ভেড়ামারায় মা ইলিশ রক্ষায় অভিযান আগামী ৪ নভেম্বর পর্যন্ত অভিযান চলমান থাকবে
রফিকুল ইসলাম,কুষ্টিয়া বুধবার সন্ধ্যা ০৭:২৮, ১৪ অক্টোবর, ২০২০
কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার ২ টি বাজারে মা ইলিশ রক্ষা অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ। আজ বুধবার সকাল ৭.৩০টার দিকে এ অভিযান চালানো হয়।
বাজারে কোন ইলিশ পাওয়া যায়নি, ব্যবসায়ীদের এ সময়ে মা ইলিশ বিক্রয় ও সংরক্ষণ না করার জন্য নির্দেশনা দেয়া হয়। তারা আগামী ২২ দিন ইলিশ মাছের ব্যবসা সংশ্লিষ্ট সকল কর্মকাণ্ড থেকে বিরত থাকবেন মর্মে জানান। ভেড়ামারা পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর এ সময় উপস্থিত ছিলেন।
এ সময় তিনটি দোকানকে ট্রেড লাইসেন্স না থাকায় ১৫০০(এক হাজার পাঁচশত) টাকা অর্থদণ্ড করা হয়।
মা ইলিশ রক্ষায় আগামী ৪ নভেম্বর পর্যন্ত অভিযান চলমান থাকবে।