ঢাকা (সন্ধ্যা ৬:২৫) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ভূতের গল্প

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বুধবার বিকেল ০৫:১৪, ৯ জুন, ২০২১

ভূতের রাজা

মোঃ বুলবুল হোসেন

 

খোকন সোনা ভূতের গল্প

শুনবি যদি আয়,

আমার বাড়ি তেতুল গাছে   

 বাসা বেঁধে যায়।

 

বিলের ধারে গাছের উপর 

এক পা দেখে ভয়,

এক পা থাকে তেতুল গাছে   

ভয়ের কিছু নয়।

 

ভূতের মাথায় একটি চোখে 

দেখতে যেনো লাল,

হাতে তাহার সোনার বালা  

নাদুস নুদুস গাল।

 

মুখে তাহার অগ্নি ঝরে 

রাতে আলো রয়,

শরীলের লোম দাঁড়িয়ে যায় 

দেখে লাগে ভয়।

 

দাদু একদিন হাঁটতে গেলে

ভূতে দিলো ডাক,

ভূত দাদুকে বলে তখন  

এখানে বসে থাক।

 

কথা বলার জন্য দাদু 

 তুলে যখন ঘাড়,

ভূতের রাজা বলে বসে 

পাবি না তুই ছাড়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT