ঢাকা (সকাল ১০:৪০) বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বড়লেখায় যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

মোঃইবাদুর রহমান জাকির মোঃইবাদুর রহমান জাকির Clock মঙ্গলবার রাত ০৯:০৬, ১৩ জুলাই, ২০২১

মৌলভীবাজারের বড়লেখায় যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে বড়লেখা স্বজন সমাবেশ স্মরণসভা, মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করে।

বড়লেখা যুগান্তর কার্যালয়ে আয়োজিত সভায় বড়লেখা স্বজন সমাবেশের সাংগঠনিক সম্পাদক মস্তফা উদ্দিনের সভাপতিত্বে ও অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও একাত্তর টিভির উপজেলা প্রতিনিধি এ.জে লাভলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি সাংবাদিক ইকবাল হোসেন স্বপন, যুগান্তরের বড়লেখা প্রতিনিধি আব্দুর রব, সাংবাদিক লিটন শরীফ, মিজানুর রহমান, কাজী রমিজ উদ্দিন, জালাল আহমদ, তপন কুমার দাস, সুলতান আহমদ খলিল, আদিব মজিদ ও ময়নুল ইসলাম, বড়লেখা ও জুড়ীর ‘টিম ফর কোভিড ডেথ’ এর প্রতিষ্ঠাতা টিম লিডার শাহাব উদ্দিন প্রমুখ।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন দক্ষিণভাগ হাইস্কুল জামে মসজিদের খতিব ও প্রধান ইমাম মাওলানা হেলাল উদ্দিন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT