ঢাকা (বিকাল ৫:১২) শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


বাবুগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যসহ দুজন নিহত

রেদোয়ান হোসেন,বরিশাল রেদোয়ান হোসেন,বরিশাল Clock বুধবার সন্ধ্যা ০৭:১৩, ২৩ ডিসেম্বর, ২০২০

বরিশালের বাবুগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন পরিষদের সদস্যসহ দুজন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বাবুগঞ্জ উপজেলার নতুন হাট নামক স্থানে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের নতুন হাট নামক স্থানে দেহেরগতি ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও বিএনপি নেতা মো. শাহিন হোসেন (৪৫) ও রহমতপুর ইউনিয়নের ক্ষুদ্রকাঠী গ্রামের সুলতান মোল্লার পুত্র কলেজ ছাত্র রায়হান (১৫) মোটরসাইকেলযোগে নতুন হাটের উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে নতুন হাট পৌঁছানোর আগেই বিপরীত দিক থেকে মোটরসাইকেলযোগে আসা ইউপি সদস্য শাহিনের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল আরোহীরা আহত হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের ঢাকায় প্রেরণ করেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পরে বুধবার সকালে আহত ইউপি সদস্য মো. শাহিন হোসেন ও স্কুলছাত্র মো. রায়হান মোল্লা মৃত্যু বরণ করেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT