ঢাকা (সন্ধ্যা ৬:২৩) মঙ্গলবার, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

সিলেট ট্রাক চাপায় মটর সাইকেল আরোহী নিহত

সিলেট ট্রাক চাপায় মটর সাইকেল আরোহী নিহত

মোঃ ইবাদুর রহমান জাকির মোঃ ইবাদুর রহমান জাকির Clock সোমবার সকাল ১১:৩৭, ২৬ জুন, ২০২৩

সিলেট মহানগরের নাইওরপুল পয়েন্টে বেপরোয়া গতির ট্রাক কেড়ে নিলো এক মোটরসাইকেল চালকের প্রাণ। রবিবার (২৫ জুন) বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।
মৃত্যুর বিষয়টি  নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ।
তিনি জানান, কুমারপাড়ার দিক থেকে আসা বেপরোয়া গতির ট্রাক (যশোর-ট ১১-৪৯৯১) বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে (সিলেট মেট্রো-হ ১১-১৪১৯) চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকের মৃত্যু হয়।
তাৎক্ষণিকভাবে পুলিশ নিহতের নাম-পরিচয় জানতে পারেনি। তবে স্থানীয় একটি সূত্র সিলেটভিউ-কে জানিয়েছে, নিহত ব্যক্তির নাম সফিক আহমদ (৬২)। তিনি সিলেট মহানগরের আম্বরখানা বড়বাজার এলাকার বাসিন্দা।
এদিকে, দুর্ঘটনার পর পথচারীরা ট্রাকটি আটক করলেও এর চালক পালিয়ে গেছেন।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT