ঢাকা (রাত ৪:৫৭) বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

সিলেট ট্রাক চাপায় মটর সাইকেল আরোহী নিহত

সিলেট ট্রাক চাপায় মটর সাইকেল আরোহী নিহত

মোঃ ইবাদুর রহমান জাকির মোঃ ইবাদুর রহমান জাকির Clock সোমবার সকাল ১১:৩৭, ২৬ জুন, ২০২৩

সিলেট মহানগরের নাইওরপুল পয়েন্টে বেপরোয়া গতির ট্রাক কেড়ে নিলো এক মোটরসাইকেল চালকের প্রাণ। রবিবার (২৫ জুন) বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।
মৃত্যুর বিষয়টি  নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ।
তিনি জানান, কুমারপাড়ার দিক থেকে আসা বেপরোয়া গতির ট্রাক (যশোর-ট ১১-৪৯৯১) বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে (সিলেট মেট্রো-হ ১১-১৪১৯) চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকের মৃত্যু হয়।
তাৎক্ষণিকভাবে পুলিশ নিহতের নাম-পরিচয় জানতে পারেনি। তবে স্থানীয় একটি সূত্র সিলেটভিউ-কে জানিয়েছে, নিহত ব্যক্তির নাম সফিক আহমদ (৬২)। তিনি সিলেট মহানগরের আম্বরখানা বড়বাজার এলাকার বাসিন্দা।
এদিকে, দুর্ঘটনার পর পথচারীরা ট্রাকটি আটক করলেও এর চালক পালিয়ে গেছেন।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT