ঢাকা (সকাল ১১:২৬) রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল আরোহীর

ওবায়দুর রহমান ওবায়দুর রহমান Clock বৃহস্পতিবার রাত ১১:২৪, ১৭ আগস্ট, ২০২৩

ময়মনসিংহের গৌরীপুরে মোটরসাইকেলে নিয়ন্ত্রণ হারিয়ে আরোহী রাজন মিয়া (২৩) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন চালক মাসুদ মিয়া। তিনি সম্পর্কে রাজনের চাচাতো বোন জামাই।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে গৌরীপুর থেকে মোটরসাইকেলে চড়ে মাসুদ ও রাজন উপজেলার অচিন্তপুর ইউনিয়নের মোবারকপুর গ্রামে যাচ্ছিলেন। মোটরসাইকেলের চালকের আসনে ছিলেন মাসুদ, পেছনে বসে ছিলেন রাজন। পথিমধ্যে গৌরীপুর-বেখৈরহাটি আঞ্চলিক সড়কের দাড়িয়াপুর এলাকায় আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কে পড়ে গেলে দুজনে গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজনকে মৃত ঘোষণা করে। আহত মাসুদকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রুমা বিশ্বাস বলেন, হাসপাতালে আনার আগেই রাজনের মৃত্যু হয়েছে।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একজন নিহতের খবর শোনেছি। এ ঘটনায় কোন অভিযোগ আসেনি। আমরা বিষয়টি খোঁজ নিচ্ছি।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT