ঢাকা (সকাল ৭:৫৬) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ময়মনসিংহ মহানগর শাখার কমিটি গঠন

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock শনিবার রাত ১১:৩১, ২০ ফেব্রুয়ারী, ২০২১

“এসেছে ফাল্গুন, জেগেছে তরুণ, রুখবে অত্যাচার, কোন সে শেখলে বাঁধবে তাদের বল হে স্বৈরাচার” এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ময়মনসিংহ মহানগর শাখার ২০তম সম্মেলন শুক্রবার (১৯ ফেব্রুয়ারী) জেলা সংসদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

ময়মনসিংহ জেলা কমিটির সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ বিকাল ৪ টায় এ সম্মেলনের উদ্বোধন করেন।

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে শহর শাখার বিদায়ী সভাপতি ছাত্রনেতা জাওয়াদ সুলতান বাপ্পীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছাত্রনেতা মেহেদী হাসান আবীরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সহ-সভাপতি আলী আশরাফ আবীর ও সাংগঠনিক সম্পাদক গকুল সূত্রধর মানিক।

বিকেলে কাউন্সিল অধিবেশনে নাঈম হাসানকে সভাপতি, রাফিউর রহমানকে সাধারণ সম্পাদক ও হাসিব আল হাসানকে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের আগে কাউন্সিল অধিবেশনের সর্বসম্মতিক্রমে ময়মনসিংহ শহর শাখাকে ময়মনসিংহ মহানগর শাখা হিসেবে রূপান্তরিত করা হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT