ঢাকা (সন্ধ্যা ৬:৪৩) শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

বগুড়া সান্তাহার আবাসিক হোটেলে পুলিশের অভিযান ম্যানেজার সহ ১ পতিতা গ্রেফতার

মোঃআতিকুর হাসান,আদমদিঘী,বগুড়া মোঃআতিকুর হাসান,আদমদিঘী,বগুড়া Clock মঙ্গলবার সন্ধ্যা ০৭:১৪, ৩ নভেম্বর, ২০২০

সান্তাহারে আবাসিক হোটেলের ম্যানেজারসহ ২জনকে আটক করেছে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ি।

গ্রেপ্তারকৃতরা হলেন, ফরিদ শেখ (৫০)  হোটেল ম্যানেজার ও পতিতা নাহার (২৮)। পুলিশ জানান, পুলিশের চোঁখ ফাঁকি দিয়ে বগুড়ার আদমদীঘির সান্তাহারে বেশ কয়েকটি আবাসিক হোটেলগুলোতে কৌশলে অনৈতিক কর্মকান্ড চালিয়ে আসছিল হোটেল ম্যানেজাররা।

পুলিশ মাঝে মধ্যেই অভিযান চালিয়ে সম্প্রতি অর্ধশতাধীক যৌনকর্মি, খদ্দের ও হোটেল ম্যানেজারকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে। চলমান অভিযানের অংশ হিসেবে অনৈতিক কার্যকলাপের অভিযোগে মঙ্গলবার দুপুরে ফরিদ শেখ (৫০) নামের এক হোটেল ম্যানেজার ও নাহার (২৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত ফরিদ বগুড়ার বাদুড়লতার মৃত বশির শেখের ছেলে ও সাফির হোটেলের ম্যানেজার এবং পতিতা নাহার ময়মনসিংহের কালাপাগলা বাজার এলাকার বাসিন্দা। এ বিষয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আনিছুর রহমান জানান, সান্তাহার স্টেশন রোডে অবস্থিত আবাসিক হোটেলের এক শ্রেনীর ম্যানেজাররা সেগুলোতে কৌশলে নারী দিয়ে দেহ ব্যবসার কারবার চালিয়ে আসছিল।

গোপন সংবাদের ভিত্তিতে সেখানে পুলিশের পক্ষ থেকে বেশ কয়েকবার অভিযানও চালানো হয়েছে। এর ধারাবাহিকতায় গত ২৩ অক্টোবর রাতেও হোটেল ম্যানেজারসহ সেখানে ৮জনকে গ্রেপ্তার করা হয়। কিন্তুু পুলিশের চোঁখ ফাঁকি দিয়ে তারা কৌশলে ফের অনৈতিক কর্মকান্ড চালিয়ে আসছিল।

বিষয়টি টের পেয়ে সোমবার রাতে সেসব হোটেলগুলোতে অভিযান দিয়ে হোটেল ম্যানেজার ফরিদ শেখ ও পতিতা নাহারকে গ্রেপ্তার কওে মঙ্গলবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

 

 

 

 

 




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT