ঢাকা (দুপুর ১:৩১) মঙ্গলবার, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফেন্সিডিলসহ গ্রেফতারকৃত রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও তার সহযোগীকে কারাগারে প্রেরণ

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock রবিবার ১২:৩৫, ২০ ডিসেম্বর, ২০২০

চাঁপাইনবাবগঞ্জে সরকারি গাড়িতে মাদক পরিবহনের দায়ে রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরজ্জামান ও তার সহযোগী ওহিদুজ্জামান লাজুক ওরফে সাজিদের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়ের করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন।

আজ শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাইফুর রহমান বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলায় সাজিদকে প্রধান আসামী এবং নুরজ্জামানকে অপর আসামী হিসেবে দেখানো হয়েছে।

অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন জানান,‘মামলা গ্রহণের পর বিকেল সাড়ে ৪টায় চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউস থেকে থানা পুলিশ সাজিদ ও প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুজ্জামানকে আদালতে সোর্পদ করে।’

এদিকে, তাদের আদালতে হাজির করা হলে, সন্ধ্যা সাড়ে ৫টায় চীফ জুডিশিয়াল ম্যাজিষ্টেট আদালতের আমলি আদালতের বিচারক আবু কাহার তাদের কারাগারে প্রেরণের আদেশ দেন।

উল্লেখ্য, শুক্রবার(১৮ ডিসেম্বর) রাত ৯ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের মহানন্দা ব্রীজ টোলঘর এলাকা থেকে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ তাদের আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT