পৌর নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোটারদের ভোট প্রদানের জন্য প্রশিক্ষণ
মোঃআতিকুর হাসান,আদমদিঘী,বগুড়া শনিবার বিকেল ০৫:৫৫, ৯ জানুয়ারী, ২০২১
আসন্ন আগামী ১৬ ই জানুয়ারি-২০২১ সান্তাহার পৌরসভা দ্বিতীয় ধাপে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারে প্রথম সান্তাহার পৌর নির্বাচনে ভোটারদের ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ সম্পন্ন হবে।
ইতিপূর্বে সান্তাহার পৌর নির্বাচনে ভোটাররা ব্যালট পেপারে ভোট দিয়ে এসেছে। কিন্তু এবার প্রথম সান্তারহার পৌর নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হওয়ার কারণে অনেক ভোটাররা ইভিএম পদ্ধতিতে ভোট দেয়ার পদ্ধতি সম্পর্কে কোন ধারণা নেই।
তাই বাংলাদেশ নির্বাচন কমিশন সান্তাহার পৌরসভা সাধারণ নির্বাচন-২০২১ উপলক্ষে ইভিএম এর মাধ্যমে ভোটারদের ভোট প্রদানের পদ্ধতি সম্পর্কে সচেতন করার জন্য সান্তাহার রেল গেট স্বাধীনতা মঞ্চে তিনদিনব্যাপী ইভিএম প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
এ বিষয়ে আদমদীঘি উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার জনাব আব্দুর রশিদ সাংবাদিকদের বলেন ভোটাররা যেন ইভিএম পদ্ধতিতে সঠিকভাবে তাদের নির্ধারিত প্রতীকে ভোট দিতে পারেন তাই, তিন দিনব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলার নির্বাচন অফিসের সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর মোহন বসাক, কম্পিউটার অপারেটর, মোঃ আসাদুল ইসলাম, অফিস সহায়ক, মোঃ বোরহান কবীর সহ প্রমুখ।