পীরগাছায় বিদ্যুৎস্পৃষ্টে পিতা-পুত্রের মৃত্যু
মোঃ কামরুজ্জামান মঙ্গলবার রাত ০৮:০২, ২ জুন, ২০২০
একরামুল ইসলাম, পীরগাছা (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগাছায় বিদ্যুতের ভুল সংযোগ দিতে গিয়ে পিতা-পুত্রের মৃত্যু হয়েছে। উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের পূর্ব পরাণ (ভাটারপাড়) গ্রামে এ ঘটনা ঘটে। গ্রামবাসি ও প্রত্যক্ষদর্শী জানান, গত সোমবার দিবাগত রাতে ওই গ্রামের আজিজার রহমান (৬০) ও তার ছেলে পীরগাছা সরকারি কলেজের ছাত্র সুজন মিয়া (২২) রাতে এশার নামায শেষে তাদের বাড়ির পাশে মৎস্য খামারে মধ্যে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে ভুল সংযোগ দেওয়ায় ঘটনাস্থলেই পিতা-পুত্রের মর্মান্তিক মৃত্যু হয়। গতকাল মঙ্গলবার সকালে আজিজার রহমানের স্ত্রী কোহিনূর বেগম তারা বাড়িতে না আসায় খুঁজতে গিয়ে বাবা-ছেলের লাশ পানিতে ভাসতে দেখে চিৎকার করেন। পরে এলাকাবাসি ও নিহতের জামাতা আমিনুল ইসলাম লাশ উদ্ধার করতে গিয়ে জামাতাও বিদ্যুৎ শকে আহত হন। পরে জামাতা আমিনুল ইসলামকে শেষ খবর পাওয়া পর্যন্ত পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। স্বামী ও একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় নিহতের স্ত্রী কোহিনুর বেগম। দুই মেয়ে লাভলী ও আর্জিনা বেগম ছাড়া আর কেউ রইল না তার সংসারে। এমন মর্মান্তিক ও হৃদয় বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।