ঢাকা (রাত ১০:৫৫) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

পাখির কলতান

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বুধবার রাত ০১:৪০, ১৯ মে, ২০২১

হলুদ পাখি

মোঃ বুলবুল হোসেন

 

আমার বাড়ির গাছের ডালে

 হলুদ রঙের পাখি,

হলুদ পাখি বেজায় চালাক

 সবাইকে দেয় ফাঁকি।

 

একটুখানি বিপদ দেখলে

করে যায় নানান ছল,

চতুর্দিকে তাকিয়ে ছুটে

 আছে সাহস বল‌।

 

খোকা বলে খাইতে দিবো

 তোমায় প্রজাপতি,

হলুদ পাখি গান গেয়ে যাও

 কমাও তোমার গতি।

 

তাই না শোনে হলুদ পাখি

দিয়ে যায় চ্যাঁচানি,

খোকন সোনা হেসে বলে

স্বভাব নাই প্যাঁচানি।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT