ঢাকা (রাত ১১:৫৩) বৃহস্পতিবার, ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News বিআরডিবি’র নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন মহিউদ্দিন তালুকদার Meghna News চাঁপাইনবাবগঞ্জে শাশুড়ী হত্যায় অভিযুক্ত টুটুল পলাতক Meghna News গৌরীপুরে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৬তম জন্মোৎসব পালিত Meghna News সিলেট টিটিসি থেকে ২২ বছর পর বদলী : মালিক হলেন লাল লাখ টাকার! Meghna News গৌরীপুরে হুমায়ূন আহমেদের নামে ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার দাবী ভক্তদের Meghna News সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সম্পদের অনুসন্ধানে নেমেছে দুদক Meghna News চাঁপাইনবাবগঞ্জে বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় শিশু নিহত, চালক আটক Meghna News ভোলার চরফ্যাশনে মোটরসাইকেল-নসিমন সংঘর্ষে দুই বন্ধু নিহত Meghna News যুবলীগ নেতার নেতৃত্বে ভাই-ভাতিজাকে কুপিয়ে যখম Meghna News চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৮ কোটি টাকার ভারতীয় অলংকারসহ আটক-১

নাগরপুরে বিজয়া দশমীতে বিদায়ের সুর

মো.শাকিল হোসেন শওকত,নাগরপুর, টাঙ্গাইল মো.শাকিল হোসেন শওকত,নাগরপুর, টাঙ্গাইল Clock সোমবার রাত ০৮:৪২, ২৬ অক্টোবর, ২০২০

টাঙ্গাইলের নাগরপুরে ২৬ অক্টোবর সোমবার শারদীয় দুর্গোৎসবের শেষ দিন। শুভ বিজয়া দশমীতে বিদায়ের সুর বেজে উঠেছে চারিদিকে। বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্য ছেড়ে কৈলাসে স্বামীগৃহে ফিরে যাবেন দুর্গতিনাশিনী দুর্গা। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এই ধর্মীয় উৎসবের সমাপ্তি ঘটবে।

ধর্মীয় বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে গতকাল রবিবার সারা দেশে মহানবমী উদ্‌যাপিত হয়েছে। শারদীয় দুর্গোৎসবের চতুর্থ দিন সকালে মণ্ডপে মণ্ডপে বিহিত পূজার মাধ্যমে শুরু হয় মহানবমীর আনুষ্ঠানিকতা। দুর্গতিনাশিনী দেবীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে মনোজগতের আসুরিক প্রবৃত্তি, সমাজ ও রাষ্ট্রের অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তি জাগরণে প্রার্থনা জানানো হয়।

নাগরপুর উপজেলার মণ্ডপ ঘুরে দেখা যায়, মহানবমী উপলক্ষে মন্দির-মণ্ডপে ছিল উৎসবমুখর পরিবেশ। নতুন পোশাক পড়ে মণ্ডপগুলোতে প্রিয়জন ও পরিবারের সদস্যদের নিয়ে সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলো উল্লেখ্য। এ সময় দেবীর আশীর্বাদ কামনা করে কায়মনে চলে প্রার্থনা।

প্রসাশনের সার্বিক সহযোগীতায় শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয় পুজা। পুজার দিনগুলোতে ঢাকের বাদ্য, শঙ্খ ও কাঁসরের ধ্বনিতে মুখরিত ছিল প্রতিটি মণ্ডপ। বর্ণিল আলোকসজ্জা রাতের পরিবেশ হয়ে ওঠে ছিল রঙ্গীন।

স্থানীয়দের ভ্রাতৃত্ববোধ ও প্রসাশনের নিরবিচ্ছিন্ন সহযোগীতায় শান্তিপূর্ণ ভাবেই সন্ধ্যার পর থেকে বিসর্জনের মধ্য দিয়ে বিদায় জানায় সনাতনধর্মীয়রা তাদের দেবী দূর্গাকে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ইউএনও সিফাত-ই-জাহান, অফিসার ইন চার্জ (ওসি) মো. আলম চাঁদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ূন কবির, সদর চেয়ারম্যান এ কে এম কামরুজ্জামান মনি, পুজা উদযাপন কমিটির আহবায়ক লক্ষীকান্ত সাহা সহ পুজা উদযাপন কমিটির সকল নেতৃবৃন্দ।

 

 

 




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT