ইরানের পারমাণবিক স্থাপনা হামলা: আন্তর্জাতিক আইনের লঙ্ঘন দাবি

মেঘনা নিউজ ডেস্ক
রবিবার সকাল ১০:২০, ২২ জুন, ২০২৫
গত কয়েকদিনের মধ্যেই জায়নিস্ট শত্রুদের বর্বর হামলার পর, আজ ভোরে ইরানের ফোর্ডো, নাটাঞ্জ এবং ইসফাহান পারমাণবিক স্থাপনা শত্রুদের আক্রমণের শিকার হয়েছে। এই হামলাকে আন্তর্জাতিক আইন, বিশেষ করে পারমাণবিক অস্ত্র নিষ্পত্তি চুক্তি (NPT) এর লঙ্ঘন হিসেবে বর্ণনা করা হয়েছে।
ইরানের পারমাণবিক শক্তি সংস্থার (AEOI) একটি বিবৃতিতে বলা হয়েছে, “এই হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং তা দুঃখজনকভাবে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (IAEA) উদাসীনতা এবং এমনকি সহযোগিতায় পরিচালিত হয়েছে।”
বিবৃতিতে আরও বলা হয়, “আমেরিকার শত্রু, যার নেতৃত্বে প্রেসিডেন্ট অবিলম্বে এই হামলার দায়িত্ব গ্রহণ করেছে, এই পারমাণবিক স্থাপনাগুলোর ওপর নিয়মিত পর্যবেক্ষণ চালানোর পরও এই আক্রমণ করা হয়েছে, যা IAEA-এর নিরাপত্তা চুক্তি ও NPT চুক্তির আওতাধীন।”
“আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এই আইনবিরুদ্ধ কর্মকাণ্ডের নিন্দা জানানো এবং ইরানের বৈধ অধিকার অর্জনে সমর্থন জানানো,” বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
এদিকে, ইরানের পারমাণবিক শক্তি সংস্থা নিশ্চিত করেছে যে, শত্রুদের ষড়যন্ত্রের বিরুদ্ধে, তাদের বিপ্লবী ও প্রেরণাদায়ী বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের প্রচেষ্টার মাধ্যমে, পারমাণবিক উন্নয়নের পথ বন্ধ হতে দেওয়া হবে না।
“এই সংস্থা ইতিমধ্যেই জাতীয় অধিকারের প্রতিরক্ষা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে, যার মধ্যে আইনগত ব্যবস্থা নেওয়া অন্তর্ভুক্ত রয়েছে,” তারা আরো জানিয়েছে।