ঢাকা (রাত ২:৪৬) শুক্রবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

মহাসড়কে ৩০ লাখ টাকার মালামালসহ কাভার্ডভ্যান ছিনতাই, থানায় মামলা

গ্রেফতার হওয়া রিপন মিয়া (২৮)

স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার Clock বুধবার সকাল ০৮:৪৭, ৩০ জুলাই, ২০২৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে ব্যবসায়ীদের ৩০ লাখ টাকার মালামালসহ কাভার্ডভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ভূক্তভোগী সকলেই চান্দিনার কাপড় ব্যবসায়ী।

শুক্রবার (২৬ জুলাই) দিবাগত রাত ১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকা থেকে কাভার্ডভ্যানটি ছিনতাই করে ছিনতাইকারী চক্রটি। এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় মামলা দায়ের করেছেন ‘নিরাপদ ট্রান্সপোর্ট’ কর্তৃপক্ষ।

 

জানা যায়, গত শুক্রবার চান্দিনার ১৮জন কাপড় ব্যবসায়ী নরসিংদীর বাবুরহাট কাপড় বাজার থেকে প্রায় ৩০ লক্ষ টাকার কাপড় কিনে ‘নিরাপদ ট্রান্সপোর্ট’ এর কাভার্ডভ্যান যোগে তাদের কাপড় পরিবহন করে। কাপড় বোঝাই কাভার্ডভ্যানটি কুমিল্লার দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় পৌঁছলে ছিনতাইকারীদের কবলে পড়ে। ছিনতাইকারীচক্র চালককে জিম্মি করে কাপড় বোঝাই কাভার্ডভ্যানটি নিয়ে পালিয়ে যায়।

 

ছিনতাইয়ের ঘটনায় ভূক্তভোগী চান্দিনার কাপড় ব্যবসায়ী তাপস মজুমদার জানান- আমরা ব্যবসায়ী একত্রিত হয়ে প্রায়ই বাবুরহাট থেকে ট্রান্সপোর্ট যোগে কাপড় আনি। গত শুক্রবার (২৬ জুলাই) আমরা ১৮জন ব্যবসায়ী প্রায় ৩০ লক্ষ টাকার কাপড় কিনে নিরাপদ ট্রান্সপোর্টে দেই। ট্রান্সপোর্টের কাভার্ডভ্যানটি দাউদকান্দির বানিয়াপাড়া পৌঁছলে পিছন থেকে একটি পিকআপ এসে কাভার্ডভ্যানের গতিরোধ করে এবং চালককে সরিয়ে তারা গাড়ির নিয়ন্ত্রণ নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় নিরাপদ ট্রান্সপোর্টের পক্ষ থেকে দাউদকান্দি মডেল থানায় মামলাও করা হয়েছে। কিন্তু আজ পর্যন্ত (২৯ জুলাই) গাড়ি ও মালামালের কোন খোঁজ দিতে পারেনি পুলিশ।

 

অপর ব্যবসায়ী রাজিব নন্দী জানান- আমি থান কাপড়, বিছানার চাদরের ব্যবসা করি। শুক্রবার সাড়ে তিন লক্ষ টাকার কাপড় কিনে ওই ট্রান্সপোর্টে দিয়ে আসি। হঠাৎ রাতে ফোন আসে আমাদের মালবাহী কাভার্ডভ্যান ছিনতাই হয়েছে। এতে আমরা চরম বিপদগ্রস্থ হয়ে পড়ি। আইন-শৃঙ্খলা বাহিনী দ্রুত ওই ডাকাতচক্রকে আটক করে আমাদের মালামাল উদ্ধার করার দাবী জানাচ্ছি।

 

নিরাপদ ট্রান্সপোর্টের চান্দিনা ব্রাঞ্চ ম্যানেজার সনত কুমার নন্দী জানান- ডাকাতচক্র চালককে মারধর করে গাড়িটি নিয়ন্ত্রণে নেয় এবং চালকের বিকাশ পিন নম্বর নিয়ে ৫ হাজার টাকাও নিয়ে যায়। ৭/৮জনের সংঘবদ্ধ ডাকাতের কবলে পড়ে ভোরে চালক আমাকে বিষয়টি জানায়। এ ঘটনায় আমি বাদী হয়ে দাউদকান্দি থানায় মামলা দায়ের করি।

 

দাউদকান্দি মডেল থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. জুনায়েদ চৌধুরী জানান- গত শুক্রবার রাতে মালামালসহ কাভার্ডভ্যান ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা হয়েছে। মালামালসহ কাভার্ডভ্যানটি উদ্ধারে কাজ চলছে।

 

হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন এর পুলিশ সুপার খায়রুল আলম জানান- ২৬ জুলাই (শুক্রবার) কাভার্ডভ্যান ছিনতাইয়ের ঘটনা এবং থানায় মামলা সংক্রান্ত বিষয়টি আমাকে কেউ অবহিত করেনি। বিষয়টি খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। যেসকল ভূক্তভোগী আমাদের কাছে অভিযোগ করেছেন আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। মহাসড়কে আমাদের হাইওয়ে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

এদিকে এ মামলায় সন্ধিগ্ধ হিসেবে রিপন মিয়া (২৮) নামের এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামিকে মামলার অধিকতর তদন্তের স্বার্থে মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) রবিউল ইসলামকে কুমিল্লা বিজ্ঞা বিচারিক আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করে বলে নিশ্চিত করেন মডেল থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক(এসআই) মোতাবিব্বর হোসেন।

 

গ্রেফতারকৃত আসামি ভোলা জেলার শসীভূসন উপজেলার হাজিরগঞ্জ উপজেলার চেয়ারম্যান হাট এলাকার (নানার বাড়ি) আবুল কালামের পুত্র।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT