ইরানে আবাসিক ভবনে বিমান হামলা, কিশোর নিহত

মেঘনা নিউজ ডেস্ক
শনিবার সকাল ১১:১৪, ২১ জুন, ২০২৫
ইরানের রাজধানী তেহরানের দক্ষিণাঞ্চলে কোম শহরে একটি আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে ১৬ বছর বয়সি এক কিশোর নিহতের খবর পাওয়া গেছে।
ইরানের আধা–সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে আল-জাজিরা জানিয়েছে, ওই হামলায় আরও দুজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। তবে কাকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে, সেটা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ইরান ও ইসরাইলের মধ্যকার সাম্প্রতিক সংঘাতের নবম দিন শনিবার। এদিন তেহরান ও ইস্পাহানের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে তেহরান ও ইস্পাহানের আকাশে বিস্ফোরণের পোস্টগুলো যাচাই করে সত্যতা পেয়েছে আল-জাজিরা। এমনই একটি পোস্টে বলা হয়েছে, নাজাফাবাদ শহরের প্রতিরক্ষা ব্যবস্থা ইসরাইলি হামলা প্রতিহত করেছে। তেহরানের মালারদ এলাকার আকাশেও বিস্ফোরণের কথা জানা গেছে একটি পোস্ট থেকে।
গত ১৩ জুন থেকে ইরানের বিভিন্ন স্থানে, বিশেষ করে পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে যুদ্ধবাজ ইসরাইল। জবাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে পালটা হামলা অব্যাহত রেখেছে তেহরানও। পালটাপালটি এ হামলায় উভয় দেশের বহু মানুষ হতাহত হয়েছেন।