ঢাকা (সকাল ৬:৫৭) রবিবার, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

মোশাররফ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে দিনব্যাপী স্বাস্থ্য সেবা প্রদান

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock শনিবার দুপুর ০৩:১৬, ২৮ জুন, ২০২৫

ডেঙ্গু প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সচেতনতা বৃদ্ধি, ডেঙ্গু মেডিসিন হৃদরোগ,ইএনটি, ডায়াবেটিস, বক্ষব্যাধি, চক্ষু, গাইনী অর্থোপেডিক,শিশু রোগসহ বিভিন্ন স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২৮ জুন) সকাল থেকে দিনব্যাপী ড.মোশাররফ ফাউন্ডেশন স্বাস্থ্য সেবা কর্মসূচীর উদ্যোগে পৌরসভার শহীদ রিফাত পার্কে এ ফ্রি ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে দেশের বিভিন্ন রোগের বিশেষজ্ঞ পর্যায়ের প্রায় ৪০ জন চিকিৎসক স্বাস্থ্য সেবা প্রদান করেন। এ ছাড়াও

স্বাস্থ্য সেবা ক্যাম্প সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য স্থানীয় নেতাকর্মীদেরকে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করার নির্দেশ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। এর আগে সকাল ১০ টায় তিনি এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

 

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক আখতারুজ্জামান ভূঁইয়া, উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল লতিফ ভূইয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দসু সাত্তার, পৌর বিএনপির আহবায়ক নূর মোহাম্মদ সেলিম, সদস্য সচিব কাউছার আলম সরকার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শওগাত চৌধুরী পিটার, যুগ্ম আহ্বায়ক খন্দকার বিল্লাল হোসেন সুমন, যুগ্ম আহ্বায়ক কামাল হোসন সরকার, সালাউদ্দিন সরকার, মোস্তাক সরকার, সাবেক ছাত্র নেতা বোরহানউদ্দিন ভূঁইয়া, কুমিল্লা জেলা ছাত্র দলের আহ্বায়ক আসিফ কবির প্রমুখ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT