দাউদকান্দিতে ডেঙ্গুর লার্ভা রোধে বিশেষ অভিযান

স্টাফ রিপোর্টার
বুধবার সন্ধ্যা ০৬:৩২, ২৫ জুন, ২০২৫
কুমিল্লার দাউদকান্দি পৌর এলাকায় ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। জেলায় আক্রান্ত দেড় হাজার রোগীর বেশিরভাগই এই এলাকার বাসিন্দা। চলতি মাসে দাউদকান্দিতে শনাক্ত ৬ জনের মৃত্যু হলেও, স্থানীয়দের দাবি, এ সংখ্যা আরও বেশি।
দাউদকান্দি পৌরসভার ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের প্রায় প্রতিটি ঘরেই ডেঙ্গুর সংক্রমণ ছড়িয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওয়ার্ড দুটিকে ডেঙ্গুর হটস্পট ঘোষণা করা হয়েছে। চলতি মাসের প্রথম ২৩ দিনে এই উপজেলাতেই শনাক্ত হয়েছে অন্তত দেড় হাজার ডেঙ্গু রোগী। এদের বেশিরভাগই আবার পৌর এলাকার বাসিন্দা। পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলামের সার্বিক তত্ত্বাবধানে
উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে পৌরসভার উদ্যোগে বুধবার(২৫ জুন) সকালে ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক প্রচারণা অভিযান পরিচালিত হয়। পৌর কর্তৃপক্ষ উদ্যোগে পৌরসভার সাহাপাড়া,সবজিকান্দি দুটি গ্রামের বাসাবাড়ীতে গিয়ে পৌর নাগরিকদের ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে পরামর্শ দেওয়া হয়। ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বাসাবাড়ী ময়লা, আবর্জনা, পরিস্কার, পরিচ্ছন্ন রাখার জন্য সচেতনা করা হয়। এছাড়াও ডেঙ্গুমশার লার্ভা থাকতে পারে এমন জায়গাগুলো পরিচ্ছন্ন করা হয়েছে।
দাউদকান্দি পৌর নির্বাহী কর্মকর্তা তাজুল ইসলাম জানান জানান, ওয়ার্ড দুটির মধ্যে বেশি ঘনবসতিপূর্ণ দোনারচর, সবজিকান্দি, সাহাপাড়া, দাউদকান্দি বাজার এলাকা। এ ছাড়া অপরিচ্ছন্ন পরিবেশ এবং এডিস মশা নিয়ন্ত্রণে বারবার পরিষ্কার পরিচ্ছন্নতা, মশক ও লার্ভা নিধনে প্রতিনিয়ত ওষুধ ছিটানোসহ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচার অভিযান চলমান রয়েছে। তারপরও জনগণ যেন সচেতন হচ্ছে না, জনগণ সচেতন হচ্ছে না বলেই সংক্রমণ বাড়ছে।
তিনি পৌরবাসীকে উদ্দেশ্য করে আরও বলেন, আপনারা আপনাদের বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখুন। তবে আমরা এ ডেঙ্গুর হাত থেকে মুক্তি পাবো।
এ সময় উপস্থিত ছিলেন পৌর স্যানেটারি কর্মকর্তা কামরুজ্জামান,দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ জসিমউদ্দীন আহম্মেদ, দাউদকান্দি বৃহত্তর প্রেস ক্লাবের সভাপতি আব্দুল করিম সরকার, দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য জহিরুল ইসলাম রিপন।